জে এস সি পরীক্ষা প্রস্তুতি ২০১৭- গনিত

মুনাফা - অনুশীলনী ২:১

প্রশ্ন :৩ ৩০ টাকায় ১০টি দরে ও ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 

সমাধানঃ ১০টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা ১টি কলার ক্রয়মূল্য ৩০১০ বা ৩ টাকা। আবার, ১৫টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা ১টি কলার ক্রয়মূল্য ৩০১৫ টাকা বা ২ টাকা। (১+১) বা ২টি কলার ক্রয়মূল্য (৩+২) টাকা বা ৫ টাকা। ১টি কলার ক্রয়মূল্য টাকা বা ২.৫ টাকা। ১২টি কলার বিক্রয়মূল্য ৩০ টাকা। ১টি কলার বিক্রয়মূল্য ৩০১২ টাকা বা ২.৫ টাকা। দেখা যাচ্ছে, ১টি কলার ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান। অতএব, লাভ বা ক্ষতি কিছুই হবেনা। উত্তরঃ লাভ বা ক্ষতি কিছুই হবেনা। 

Labels : #JSC-Math ,

Post a Comment