প্রাথমিক শিক্ষা সমাপনী মডেল টেস্ট : গণিত E-Schoolbd

psc model test


প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ন মডেল টেষ্ট পরীক্ষার প্রশ্ন প্রত্র.......



সহযোগিতায় : মাকসুদা বেগম, প্রধান শিক্ষক আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মতিঝিল, ঢাকা  


সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট                                                                              পূর্ণমান ১০০

 [সব প্রশ্নের উত্তর দিতে হবে। ডানপাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]



  •  সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো



(১)      ৫টি আমের দাম ৭৫ টাকা হলে, একটি আমের দাম বের করতে কী করতে হবে?

          ক. গুণ     খ. ভাগ

          গ. যোগ    ঘ. গুণ ও ভাগ

(২)      ১০০ লিচুর দাম ২০০ টাকা হলে, ৫০টি লিচুর দাম কত টাকা?

          ক. ৪০০ টাকা      খ. ৩০০ টাকা

          গ. ২০০ টাকা ঘ. ১০০ টাকা

(৩)     ৫৬২৩–৫৫৫ = ৩১২০৭৬৫, এখানে গুণ্য কত?

          ক. ৫৫৫        খ. ৫৭৫

          গ. ৫৫২৩      ঘ. ৫৬২৩

(৪)      খোলা বাক্য গঠনের জন্য কোন প্রতীক দ্বারা অজানা সংখ্যা নির্দেশ করা হয়?

          ক. সংখ্যা   খ. প্রক্রিয়া

          গ. সম্পর্ক   ঘ. অক্ষর

(৫)      ১৫ ও ২৫-এর মৌলিক সাধারণ গুণনীয়ক কোনটি?

          ক. ১           খ. ২

          গ. ৫            ঘ. ১০

(৬)     ভগ্নাংশের মান কেমন হবে?

          ক. ১ থেকে অনেক ছোট

          খ. ১ থেকে ছোট

          গ. ১-এর সমান

          ঘ. ১ থেকে বড়

(৭)      মিজান সাহেবের নিকট ২৪০০০ টাকা ছিল। তিনি তাঁর টাকার অংশ এতিমখানায় দান করলেন। তিনি কত টাকা দান করলেন?

          ক. ৩০০০      খ. ৫০০০

          গ. ৬০০০      ঘ. ১০০০০

(৮)     যেকোনো প্রকৃত ভগ্নাংশের মান কেমন হবে?

          ক. ১ থেকে ছোট

          খ. ১-এর সমান

          গ. ১ থেকে বড়

          ঘ. ১ থেকে অনেক বড়

(৯)      ২ ডজন খাতার দাম ৬০০ টাকা হলে, ১টি খাতার দাম কত? এ সমস্যাটির গাণিতিক রূপ কোনটি?

          ক. ৬০০ — (১২–২)

          খ. ৬০০ — (১২+২)

          গ. ৬০০ – (১২—২)

          ঘ. ৬০০ — ২–১২



(১০)  ৩/৪ x ৮/৯   = কত?



          ক. ১/৩       খ. ২/৩



          গ. ৩/৪         ঘ. ৬/১২



(১১)    ০.১ ÷ ০.০১ = কত?

          ক. ০.০০১     খ. ০.০০০১

          গ. ০.০১       ঘ. ১.০০০

(১২)    ৩ ÷ ১.৫ = কত?

          ক. ১           খ. ২

          গ. ৩           ঘ. ৪

(১৩)    ৬টি সংখ্যার যোগফল ৪৯২। এদের প্রথম ৪টি সংখ্যার গড় ৭২ হলে। শেষ ২টি সংখ্যার গড় কত?

          ক. ১০২        খ. ১১২

          গ. ২০৪        ঘ. ২২২

(১৪)    কোনটি থেকে লোকসান পাওয়া যাবে?

          ক. ক্রয়মূল্য - বিক্রয়মূল্য

          খ. বিক্রয়মূল্য - ক্রয়মূল্য

          গ. ক্রয়মূল্য — বিক্রয়মূল্য

          ঘ. বিক্রয়মূল্য — ক্রয়মূল্য

(১৫)    রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কত ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে?

          ক. ৪৫ ডিগ্রী খ. ৯০ ডিগ্রী

          গ. ১২০ ডিগ্রী ঘ. ১৫০ ডিগ্রী

(১৬)   বর্গ ও আয়তের মধ্যে নিচের কোন সাধারণ বৈশিষ্ট্যটি বিদ্যমান?

          ক. সকল বাহু সমান

          খ. কোণগুলো সমকোণ

          গ. কোণগুলো সূক্ষ্মকোণ

          ঘ. বিপরীত বাহুগুলো অসমান

(১৭)    টেবিলের দৈর্ঘ্য ৫ একক হলে নিচের কোনটি একক হিসাবে ব্যবহূত হবে?

          ক. গ্রাম    খ. লিটার

          গ. মিটার   ঘ. কেজি

(১৮)   বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ১ মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার?

          ক. ১           খ. ২

          গ. ৩           ঘ. ৪

(১৯)    ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত কোন শতাব্দী?

          ক. ঊনবিংশ খ. বিংশ

          গ. একবিংশ  ঘ. ত্রয়োদশ

(২০)    ৬৯, ৪২, ৬১, ৫২ ও ৪৫ এই উপাত্তগুলোকে কী উপাত্ত বলে?

          ক. বিন্যস্ত

          খ. অবিন্যস্ত

          গ. অবাস্তব

          ঘ. ক ও খ উভয়ই

(২১)    ৮+৭-১৫; এর সমাধানে ক্যালকুলেটরে কয়টি বোতাম চাপতে হবে?

          ক. ৫           খ. ৬

          গ. ৭            ঘ. ৮

(২২)    নিচের কোনটি আউটপুট ডিভাইস?

          ক. মাউস   খ. কিবোর্ড

          গ. প্রিন্টার   ঘ. পেনড্রাইভ



(২৪) যদি ৬ মে শুক্রবার হয়, তবে ৩১ মে কী বার?

          ক. শুক্রবার  খ. শনিবার

          গ. রবিবার  ঘ. সোমবার

২।    সংক্ষেপে উত্তর দাও : ১–১০ = ১০

          ক. গুণক ২৫ এবং গুণফল শূন্য (০) হলে গুণ্যের মান কত?

          খ. ১টি ডিমের দাম ৮ টাকা হলে ৭২ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে?

          গ. ২০ থেকে ৩০ এর মধ্যে কোন কোন সংখ্যা মৌলিক?

          ঘ. যেকোনো একটি খোলা বাক্য লেখো।

          ঙ. ৭/৪ এর মিশ্র আকার কোনটি?

          চ. ৫.১৬ ÷ ১২ = ....... এই ফাঁকা জায়গায় কোন সংখ্যাটি বসবে?

          ছ. শতকরা যদি ভগ্নাংশ হয়, তাহলে এর হর কত?

          জ. টালি চিহ্নের মাধ্যমে ৭ এর প্রকাশিত রূপ কী?

          ঝ. কম্পিউটারের ৪টি মূল অংশের নাম লেখো।

          ঞ. ব্যাসার্ধ কী?

৩।   ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা। একটি কাপের মূল্য ১৪৫ টাকা।

          (ক) ২০টি কাপের মূল্য কত? ২

          (খ) ১২টি প্লেটের মূল্য কত?  ২

          (গ) ৬টি প্লেটের মূল্য কত?  ২

          (ঘ) ১১৯০ টাকায় কতটি প্লেট কেনা যাবে?  ২

          অথবা, লিজার নিকট ৩৪৮৭৬ টাকা আছে। মমিনের নিকট লিজা অপেক্ষা ৭১৪৯ টাকা কম আছে। তুলির নিকট মমিন অপেক্ষা ৮৭৪ টাকা বেশি আছে।    

          (ক) মমিনের কত টাকা আছে?     ২

          (খ) তুলির কত টাকা আছে?      ২

          (গ) তুলির চেয়ে লিজার কত টাকা বেশি?   ২

          (ঘ) তিনজনের মোট টাকার পরিমাণ কত?  ২



৪।   একটি রাস্তায় ২৫ মিটার পরপর গাছ এবং ২০ মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে আছে।

          (ক) সংখ্যা ২টির ৫টি করে গুণিতক লেখো। ২

          (খ) কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে থাকবে?     ২

          (গ) সংখ্যা ২টির গ.সা.গু কত?    ২

(ঘ) খ, গ-এর প্রাপ্ত মানের গুণনীয়কগুলো লেখো।  ২

          অথবা,

          পঞ্চম শ্রেণির গণিত ক্লাসে শিক্ষক বোর্ডে ৩২, ৪৮ ও ৮০ সংখ্যা তিনটি লিখে এদের ল.সা.গু নির্ণয় করতে বললেন।

          (ক) কোন সংখ্যাগুলোর গ.সা.গু ১ হবে?   ২

          (খ) সংখ্যাগুলোর ল.সা.গু কত?   ২

          (গ) এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, যাকে ৩২, ৪৮ ও ৮০ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২৪, ৪০ ও ৭২ অবশিষ্ট থাকে। ৩



৫।   একটি লাঠির ৬ ভাগের ১ অংশ মাটিতে, ২ ভাগের ১ অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির ওপরে আছে। পানির ওপরের অংশের দৈর্ঘ্য ২ মিটার।

          (ক) ভগ্নাংশ ২টির হরের ল.সা.গু কত?    ২

          (খ) পানির ওপরে কত অংশ আছে?       ৩

          (গ) লাঠির কত মিটার পানিতে আছে?     ৩

          অথবা, ২টি সাধারণ ভগ্নাংশ।

          (ক) প্রতীক চিহ্ন ব্যবহার করে মানের ঊর্ধ্বক্রমে সাজাও।    ২

          (খ) ভগ্নাংশ ২টিকে সমলববিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো।   ৩

          (গ) ভগ্নাংশ ২টিকে ৯০ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো।    ৩



৬।   নীলিমা তার গাভি থেকে সপ্তাহের শনি থেকে শুক্রবার প্রতিদিন যথাক্রমে ১৫ লিটার, ১৭ লিটার, ১৬ লিটার, ১৯ লিটার, ১৬ লিটার, ১৪ লিটার ও ১৫ লিটার করে দুধ পায়।

          (ক) শনি থেকে সোমবার পর্যন্ত নীলিমা মোট কত লিটার দুধ পায়?  ২

          (খ) নীলিমা সপ্তাহের প্রথম তিন দিন গড়ে কত লিটার করে দুধ পায়?     ২

          (গ) নীলিমা সপ্তাহের শেষ তিন দিনে গড়ে কী পরিমাণ দুধ পায়?    ২

          অথবা, লিলি বিভিন্ন দামের ৮টি ফিতা কিনল। ফিতাগুলোর গড় মূল্য ৫ টাকা ৫০ পয়সা এবং গড় দৈর্ঘ্য ২.৭৫ মিটার।

          (ক) সে মোট কত টাকার ফিতা কিনেছিল?  ২

          (খ) সে মোট কত মিটার ফিতা কিনল?    ২

          (গ) প্রতি মিটার ফিতার মূল্য কত টাকা?   ২

          (ঘ) ৬৬ টাকায় কত মিটার ফিতা কেনা যাবে?    ২



৭।   রেজার ওজন ৩৬.৫ কেজি। তার ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের ০.৮ গুণ এবং ১.৬ গুণ। তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো।     ৮

          অথবা, আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক ৫% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ৩০ টাকা মুনাফা দিল। আসল কত টাকা ছিল?  ৮



৮।   (ক) অঙ্কনের বিবরণসহ ভূমি ৫ সে. মি. উচ্চতা ৩ সে. মি. বিশিষ্ট আয়ত আঁক। ৪

          (খ) চিত্রসহ সংজ্ঞা দাও : (যেকোনো ২টি)  ৬

          বর্গ, ট্রাপিজিয়াম, বৃত্ত।



৯।   সুমন বাজারে গিয়ে ৩.৫ কেজি চাল, ৮ হে. গ্রাম সবজি এবং ২৪০০ গ্রাম মাংস কিনল। প্রতি কেজি মাংসের মূল্য ৩৫০ টাকা এবং প্রতি কেজি চাল ও সবজির মূল্য ৪৫ টাকা।

          (ক) ৮ হে. গ্রামে কত কেজি?     ২

          (খ) সে মোট কত কেজি বাজার করল?     ২

          (গ) সে কত টাকার মাংস এবং চাল কিনল?  ২

          (ঘ) সে মোট কত টাকার বাজার করল?

          অথবা, রাজুর উচ্চতা ১.৩৫ মিটার, তার ভাইয়ের উচ্চতা ৯.৬ ডেসি.মি. এবং তার বাবার উচ্চতা তাদের উচ্চতার পার্থক্যের চার গুণ।

          (ক) রাজু ও তার ভাইয়ের উচ্চতাকে সেন্টিমিটারে প্রকাশ করো।    ২

          (খ) রাজু ও তার ভাইয়ের উচ্চতার পার্থক্য কত?   ২

          (গ) তার বাবার উচ্চতা কত মিটার?      ২

          (ঘ) তাদের তিনজনের গড় উচ্চতা কত সেন্টিমিটার? ২



১০।  ১০০০০০ মিনিটকে মাস, দিন, ঘণ্টা ও মিনিটে প্রকাশ করো।     ৮

Share this

Related Posts

Previous
Next Post »