পাঠ প্রস্তুতি
মো. শামীম আকতার, সহকারী শিক্ষক তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঁতুলিয়া, পঞ্চগড়
১। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমানোর উপায় কোনটি?
ক. বেশি করে গাছপালা কাটা খ. গাছপালা লাগানো
গ. বেশি করে পুকুর খনন করা ঘ. বেশি করে মাছ চাষ করা
২। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কী?
ক. হিমালয় পর্বত থেকে প্রচুর ঠাণ্ডা বায়ুর আগমন
খ. প্রচুর ঝড় ও বন্যা
গ. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ঘ. বৃষ্টির অভাবে খরা
৩। জানালার কাচ তৈরি করা হয় এক ধরনের বালুকনা দিয়ে। বালু প্রাকৃতিক সম্পদ হলে কাচ কোন ধরনের সম্পদ?
ক. প্রাকৃতিক সম্পদ খ. কৃত্রিম সম্পদ
গ. জীবাশ্ম জ্বালানি ঘ. খনিজ সম্পদ
৪। বিদ্যুৎ উত্পাদনে মোটরগাড়ি চালানোর তেল বা গ্যাস কোথা থেকে আসে?
ক. সমাজ খ. রাষ্ট্র
গ. বাড়ি ঘ. প্রকৃতি
৫। একটা সময় পর আর প্রকৃতিতে পাওয়া যাবে না—
ক. গাছপালা খ. পশু-পাখি
গ. খনিজদ্রব্য ঘ. জীবাশ্ম জ্বালানি
৬। বিকল্প জ্বালানি হিসেবে বাংলাদেশে কোন শক্তির ওপর অগ্রাধিকার দিতে হবে?
ক. বায়ুশক্তি ও তাপশক্তি খ. তাপশক্তি ও রাসায়নিক শক্তি
গ. বায়ুশক্তি ও সৌরশক্তি ঘ. প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল
৭। নিচের কোন সারির প্রাকৃতিক সম্পদগুলো নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ?
ক. ধাতু, কয়লা ও প্রাকৃতিক গ্যাস
খ. পানি, বায়ু ও সৌরশক্তি
গ. গাছপালা, পশুপাখি ও খনিজদ্রব্য
ঘ. পানি, বায়ু ও তেল
৮। একটি শিশুর জন্মগ্রহণের পর তার সর্বপ্রথম মৌলিক চাহিদা হচ্ছে—
ক. মাতৃদুগ্ধ খ. পোশাক
গ. চিকিৎসা ঘ. বাসস্থান
৯। শক্তির মূল উৎস কী?
ক. উদ্ভিদ খ. সূর্য গ. চাঁদ ঘ. প্রাণী
১০। পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কী বলে?
ক. ছাঁকন খ. থিতানো
গ. ফুটানো ঘ. ঘনীভবন
১১। জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে?
ক. যকৃত অকার্যকর হওয়া খ. মোটা হয়ে যাওয়া
গ. শ্বাসকষ্ট ঘ. ক্যান্সার
১২। কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক?
ক. কুকুর খ. প্রজাপতি
গ. মশা ঘ. মাছি
১৩। কোনটি সঠিক?
ক. চাঁদের নিজস্ব আলো রয়েছে খ. চাঁদ একটি উপগ্রহ
গ. চাঁদ একটি গ্রহ ঘ. চাঁদ সূর্যের চারপাশে ঘুরে
১৪। সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে—
ক. ২৪ দিন খ. ২৭ দিন
গ. ৩৬৫ দিন ঘ. ৭ দিন
১৫। নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া?
ক. অধ্যয়ন
খ. অনুশীলন
গ. লেখা
ঘ. পর্যবেক্ষণ
১৬। তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. মোবাইল ফোন
খ. বাস
গ. থার্মোমিটার
ঘ. ঘড়ি
১৭। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মূল পার্থক্য কিসের?
ক. সময় খ. স্থান
গ. দিক ঘ. শক্তি
১৮। কোনটি জলবায়ুর পরিবর্তন হ্রাস করে?
ক. কয়লা ও তেলের ব্যবহার খ. সৌরশক্তির ব্যবহার
গ. বনভূমি ধ্বংস ঘ. প্রাকৃতিক গ্যাসের ব্যবহার
১৯। কোন সম্পদটি সীমিত?
ক. সূর্যের আলো খ. কয়লা
গ. বায়ু ঘ. পানি
২০। সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য নিচের কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়?
ক. সৌর প্যানেল
খ. টারবাইন
গ. বাঁধ
ঘ. বৈদ্যুতিক পাখা
২১। নিচের কোনটি মানুষের মৌলিক চাহিদা?
ক. বিনোদন
খ. খাদ্য
গ. হাইব্রিড গাড়ি
ঘ. খেলাধুলা
২২। কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস?
ক. পানি খ. গাছ
গ. বাতাস ঘ. কয়লা
২৩। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোনটি ঘটে?
ক. বৈশ্বিক উষ্ণায়ন
খ. জনসংখ্যা বৃদ্ধি
গ. ভূমিকম্প
ঘ. ভূমিক্ষয়
২৪। কখন বৃষ্টি হতে পারে যখন বায়ু—
ক. ঠাণ্ডা থাকে খ. গরম ও আর্দ্র থাকে
গ. স্বাভাবিক তাপমাত্রা এবং শীতল থাকে
ঘ. উষ্ণ ও শুষ্ক থাকে
উত্তরগুলো
১। খ. গাছপালা লাগানো
২। গ. পৃথিবীর তাপমাত্রা
বৃদ্ধি
৩। খ. কৃত্রিম সম্পদ
৪। ঘ. প্রকৃতি
৫। গ. খনিজদ্রব্য
৬। গ. বায়ুশক্তি ও সৌরশক্তি
৭। খ. পানি, বায়ু ও সৌরশক্তি
৮। ক. মাতৃদুগ্ধ
৯। খ. সূর্য
১০। খ. থিতানো
১১। খ. মোটা হয়ে যাওয়া
১২। গ. মশা
১৩। খ. চাঁদ একটি উপগ্রহ
১৪। গ. ৩৬৫ দিন
১৫। ঘ. পর্যবেক্ষণ
১৬। ক. মোবাইল ফোন
১৭। ক. সময়
১৮। খ. সৌরশক্তির ব্যবহার
১৯। খ. কয়লা
২০। ক. সৌর প্যানেল
২১। খ. খাদ্য
২২। ঘ. কয়লা
২৩। ক. বৈশ্বিক উষ্ণায়ন
২৪। খ. গরম ও আর্দ্র থাকে
EmoticonEmoticon