এইচএসসি প্রস্তুতি বাংলা প্রথম পত্র
অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট
মো. শহিদুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা
বহু নির্বাচনী প্রশ্ন
বিভীষণের প্রতি মেঘনাদ
১। মাইকেল মধুসূদন দত্ত কত বছর জীবিত ছিলেন?
ক. ৪৮ বছর খ. ৪৯ বছর
গ. ৫০ বছর ঘ. ৫১ বছর
২। বাংলায় সনেটের প্রবক্তা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. নজরুল ইসলাম
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
৩। মধুসূদন দত্ত ব্যুৎপন্ন ছিলেন কোনটিতে?
ক. বহু দেশ ভ্রমণে
খ. বহু ভাষায়
গ. বহু কথাসাহিত্যে
ঘ. সবগুলোতে
৪। ‘মেঘনাদবধ-কাব্য’ সর্বমোট কয়টি সর্গে বিন্যস্ত?
ক. পাঁচটি খ. সাতটি
গ. আটটি ঘ. নয়টি
৫। হিন্দু কলেজে ছাত্রাবস্থায় মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যচর্চার মাধ্যম কী ছিল?
ক. আরবি ভাষা
খ. বাংলা ভাষা
গ. ইংরেজি ভাষা
ঘ. উর্দু ভাষা
৬। রাবণের মধ্যম সহোদরের নাম কী?
ক. শূলপাণি খ. বাসব
গ. বিভীষণ ঘ. কুম্ভকর্ণ
৭। ‘চণ্ডাল’ কী ধরনের শব্দ?
ক. বিদেশি খ. তৎসম
গ. অর্ধতৎসম ঘ. বাংলা
৮। ‘হায়, তাত, উচিত কি তব এ কাজ?’ উক্তিটিতে ‘তাত’ কথাটি অরিন্দম কাকে উদ্দেশ্য করে বলেছেন?
ক. কুম্ভকর্ণ খ. বীরবল
গ. বিভীষণ ঘ. রাবণ
৯। নিচের কোন শব্দটি ভিন্নার্থক?
ক. সমর খ. রণ
গ. আহব ঘ. অমর
১০। মধুসূদন দত্ত কবে খ্রিস্টধর্ম গ্রহণ করেন?
ক. ১৮৩৫ খ্রিস্টাব্দে
খ. ১৮৪০ খ্রিস্টাব্দে
গ. ১৮৪৩ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৪৭ খ্রিস্টাব্দে
১১। নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদের অনুপ্রবেশের কারণ—
i. প্রার্থনা
ii. অলৌকিক ক্ষমতা
iii. সৃষ্টিকর্তার আরাধনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। চতুর্দশপদী কবিতার স্তবক কয়টি?
ক. পাঁচটি খ. চারটি
গ. তিনটি ঘ. দুটি
১৩। ‘কিন্তু নাহি গঞ্জি তোমা’—যে কারণে মেঘনাদ বিভীষণকে অনেক বেশি শ্রদ্ধা করত—
i. পিতৃতুল্য বলে
ii. পিতৃব্য বলে
iii. রাবণের দাস বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। মাইকেল মধুসূদন দত্ত কোন শতকের কবি?
ক. উনিশ খ. আঠারো
গ. সতেরো ঘ. ষোলো
১৫। মেঘনাদের অস্ত্রাগারে যাওয়ার কারণ ছিল—
i. যুদ্ধাস্ত্র রাখতে
ii. বীরত্ব দেখাতে
iii. অস্ত্র সংগ্রহ করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. ভারতচন্দ্র
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আরমান খুব সৎ ও সাহসী। তাঁর ছোট ভাই কালাম একদিন তার জমির দলিল চেয়ে বসে। আরমান জানতে চাইলেন—কেন। কালাম কোনো কারণ দেখাতে না পেরে আরমানের ওপর ক্ষুব্ধ হলো। একদিন আরমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কালাম।
১৭। উদ্দীপকের কালাম ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করেছে?
ক. রাবণ খ. লক্ষ্মণ
গ. মেঘনাদ ঘ. বিভীষণ
১৮। উক্ত সম্প্রদায়ের মাঝে সাদৃশ্যের বিষয় যথাক্রমে রয়েছে—
i. কাপুরুষতা
ii. শঠতা
iii. মানবিকতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। রেনেসাঁস বা নবজাগরণের সারকথা কী?
ক. মহানুভবতা খ. দেশপ্রেম
গ. জাতিসত্তা ঘ. মানবকেন্দ্রিকতা
২০। ‘কী দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে?’ এখানে দুর্বল মানুষ দ্বারা কাকে বোঝানো হয়েছে?
ক. রামকে খ. বিভীষণকে
গ. লক্ষ্মণকে ঘ. রাবণকে
২১। মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ কোনটি?
ক. শর্মিষ্ঠা
খ. একেই কি বলে সভ্যতা?
গ. পদ্মাবতী
ঘ. তিলোত্তমাসম্ভব
২২। নিকষা কার মা ছিলেন?
ক. রাবণের খ. লক্ষ্মণের
গ. মেঘনাদের ঘ. বীরবাহুর
২৩। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশের প্রতিটি পঙিক্ত কত পর্বে বিভক্ত?
ক. ৪ খ. ৩
গ. ২ ঘ. ১
২৪। নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের সঠিক জন্ম ও মৃত্যু সাল?
ক. ১৮২২-১৮৭১
খ. ১৮২৩-১৮৭২
গ. ১৮২৩-১৮৭৩
ঘ. ১৮২৪-১৮৭৩
২৫। লক্ষ্মণ ছিল—
i. রামের অনুজ
ii. কৈকেয়ীর গর্ভজাত সন্তান
iii. সুমিত্রার গর্ভজাত সন্তান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের চূড়ায় উঠেন। তাঁর সাহস আর ইচ্ছাশক্তির কাছে সব বাধা ও প্রতিকূলতা নিঃশেষ হয়ে যায়।
২৬। উদ্দীপকে বর্ণিত মুসা ইব্রাহীম ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রকে উপস্থাপন করেছে?
ক. রাবণ খ. মেঘনাদ
গ. বীরবাহু ঘ. রাম
২৭। যে কারণে মেঘনাদের সঙ্গে মুসা ইব্রাহীমের তুলনা করা যেতে পারে—
i. সাহসের দিক থেকে
ii. বিজয়ের দিক থেকে
iii. সংগ্রামহীনতার দিক থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮। রাবণ পরবর্তী দিবসে অনুষ্ঠেয় মহাযুদ্ধে মেঘনাদকে কী হিসেবে বরণ করে নেন?
ক. সেনাপতি
খ. অধিনায়ক
গ. পতাকাবাহক
ঘ. শ্রেষ্ঠ বীর
২৯। ‘পাঠাইব রামানুজে শমন-ভবনে’ চরণটিতে বর্ণিত ‘শমন-ভবন’ দ্বারা বোঝানো হয়েছে?
i. মৃত্যুপুরী
ii. যমালয়
iii. ধ্বংস জগৎ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০। মধুসূদন দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. সাগরদাঁড়ি
খ. কালিসঙ্করপুর
গ. মণিরামপুর
ঘ. কাঁঠালপাড়া
৩১। রাঘব বিজয়ী মেঘনাদের ছিল—
i. অসীম সাহস
ii. দেবতাদের বশ করার ক্ষমতা
iii. লক্ষ্মণের হাতে প্রাণ যাওয়ার ভয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২। অমিত্রাক্ষর ছন্দের কবিতা কোনটি?
ক. ঐকতান
খ. সেই অস্ত্র
গ. লোক-লোকান্তর
ঘ. বিভীষণের প্রতি মেঘনাদ
৩৩। ‘জানিনু’ শব্দটির ব্যবহারিক চলিত রূপ নিচের কোনটি?
ক. জানাবো খ. জানালাম
গ. জানালে ঘ. জানলাম
নিচের কবিতাটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জন্মভূমি রক্ষাহেতু কে ডরে মরিতে?
যে ডরে, ভীরু সে, মূঢ়, শতধিক তারে।
৩৪। উদ্ধৃত কবিতাংশে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন বীরের মনোভাবের সাদৃশ্য রয়েছে?
ক. বিভীষণ খ. মেঘনাদ
গ. লক্ষ্মণ ঘ. কুম্ভকর্ণ
৩৫। উক্ত সাদৃশ্যের কারণ—
i. স্বদেশপ্রীতি
ii. আত্মঅহংকার
iii. দেশদ্রোহীদের প্রতি ঘৃণা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬। ‘সলিল’ শব্দের অর্থ কী?
ক. গোসল খ. জল
গ. শরীর ঘ. পুকুর
৩৭। ‘চতুর্দশপদী’ কবিতাবলির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ খ. নজরুল
গ. মধুসূদন ঘ. সত্যেন্দ্রনাথ
৩৮। ‘তিলোত্তমাসম্ভব’ কার রচিত কাব্যগ্রন্থ?
ক. জসীমউদ্দীন
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. কাজী নজরুল ইসলাম
৩৯। ‘একেই কি বলে সভ্যতা?’ রচনাটি মাইকেল মধুসুদনের কী ধরনের রচনা?
ক. উপন্যাস খ. প্রবন্ধ
গ. কাব্য ঘ. প্রহসন
৪০। বিভীষণ ছিলেন—
i. রাবণের কনিষ্ঠ সহোদর
ii. রামের ভক্ত
iii. লক্ষ্মণের ভক্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. খ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. ঘ ২০. গ ২১. ঘ ২২. ক ২৩. গ ২৪. ঘ ২৫. ঘ ২৬. খ ২৭. ক ২৮. ক ২৯. ঘ ৩০. ক ৩১. ক ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. খ ৩৬. খ ৩৭. গ ৩৮. গ ৩৯. ঘ ৪০. ক
EmoticonEmoticon