তথ্য ওযোগাযেগ প্রযুক্তি
জেসমিন আক্তার
সহকারী শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
নিচের উদ্দীপকটি পড় এবং ১ ও ২নং প্রশ্নের উত্তর দাও :
মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে চলাফেরা ও বিকাশের জন্য মানুষে মানুষে যোগাযোগের প্রয়োজন। ইন্টারনেট ব্যবহারের ফলে এই যোগাযোগ এখন সহজ হয়ে পড়েৃছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি মাধ্যম হল-
ক. ফেসবুক, খ. টুইটার।
১। ক নং যোগাযোগের মাধ্যমে-
i) অডিও ভিডিও প্রকাশ করা যায়
ii) বন্ধু সংযোজন করা যায়
iii) ব্যক্তিগত তথ্যাবলী প্রকাশ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও iii
২। খ নং মাধ্যমে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে বার্তা প্রকাশ করতে হয়?
ক) ১২০ খ) ১৩০√গ) ১৪০ ঘ) ১৫০
৩। প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল তখন তার মূল কাজ কী ছিল?
ক) ইন্টারনেট ব্যবহার করা
খ) তথ্য সংগ্রহ করা
√গ) কম্পিউট ঘ) বার্তা প্রেরণ করা
৪। কোনটি ব্যবহার করে অনলাইনে সরাসরি গান বা চলচ্চিত্র উপভোগ করা সম্ভব হচ্ছে?
√ক) ইন্টারনেট খ) টেলিভিশন
গ) রেডিও ঘ) এমটিএস
৫। তথ্যপ্রযুক্তির উন্নয়নে বিনোদন জগতে কোনটি সবচেয়ে আগে এসেছে?
ক) কম্পিউটার খ) টেলিভিশন √গ) রেডিও ঘ) প্রজেক্টর
৬। বর্তমানে কোনটির মাধ্যমে মানুষ পৃথিবীর সম্ভাব্য সব ধরনের বিনোদন উপভোগ করতে পারে?
ক) রেডিও খ) টেলিভিশন
গ) টেলিফোন √ঘ) কম্পিউটার
৭। ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানোর পর কোনটি সহজলভ্য?
ক) অপারেটিং সিস্টেম √খ) ইন্টারনেট
গ) উইন্ডোজ ঘ) ডস
৮। কম্পিউটারে বিশাল পরিমাণ তথ্য সংগ্রহ করা হয় কোনটি ব্যবহার করে?
√ক) ডিভিডি খ) র্যাম গ) রেজিস্ট্রার ঘ) প্রসেসর
৯। কম্পিউট কথাটির অর্থ কী?
√ক) হিসাব করা খ) অংক গ) সংখ্যা ঘ) পরিমাণ
১০। প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল তখন তার কাজ ছিল-
i) কম্পিউট করা ii) হিসাব করা iii) অনুবাদ করা
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১। কম্পিউটারে বিশাল পরিমাণ তথ্য রাখা সম্ভব হয়-
i) সিডি রমে ii) ডিভিডিতে
iii) হার্ড ডিস্ক-এ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও iii
১২। ইন্টারনেট -
i) সহজলভ্য হতে শুরু করছে ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানোর পর-
ii) ব্যবহার করে সরাসরি চলচ্চিত্র উপভোগ করা যায়।
iii) রেডিও-টেলিভিশন চ্যানেলগুলো দেখা যায়।
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও iii
EmoticonEmoticon