বিজ্ঞান সাজেশন

প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষা ২০১৬
আফরোজা বেগম

সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ

উত্তরা, ঢাকা

অধ্যায়-১

সংক্ষিপ্ত প্রশ্ন

১। মানুষ বেঁচে থাকার জন্য কার উপর নির্ভর করে?

২। উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কী প্রয়োজন?

৩। বাস্তুসংস্থান, পরাগায়ন, বীজের বিস্তরণ, খাদ্যশৃঙ্খলা, খাদ্য জালের সংজ্ঞা দাও।

৪। খাদ্য শৃঙ্খল কার থেকে শুরু হয়?

৫। উদ্ভিদ ও প্রাণী কোথা থেকে শক্তি পায়?

৬। উদ্ভিদ কেন প্রাণীর উপর নির্ভরশীল?

রচনামূলক প্রশ্ন

১। খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল ও বাস্তুসংস্থান উদাহরণসহ বর্ণনা কর।

২। উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা চিত্রসহ ব্যাখ্যা কর। (**)

অধ্যায়-২

সংক্ষিপ্ত প্রশ্ন

১। পরিবেশ দূষণের প্রধান কারণ কী?

২। বায়ু দূষণের প্রধান কারণ লেখ।

৩। জীবাশ্ম জ্বালানি বা রিসাইকেল কী?

৪। শব্দ দূষণ মানুষের কী ক্ষতি করে?

রচনামূলক প্রশ্ন

১। পরিবেশ/শব্দ/ পানি দূষণ কারণ ও ফলাফল বা প্রভাব লেখ।

২। জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধি পরিবেশ দূষণকে প্রভাবিত করে- উক্তিটি ব্যাখ্যা কর।

অধ্যয়-৩

সংক্ষিপ্ত প্রশ্ন

১। উদ্ভিদ ও প্রাণীর দেহে কত ভাগ পানি আছে?

২। পানিচক্র, পরিপাক, ঘনীভবন, বাষ্পীভবন, শিশির, পানি বিশুদ্ধকরণ, নিরাপদ পানির সংজ্ঞা দাও।

৩। পানি দূষণের প্রধান কারণ কী?

৪। নিরাপদ পানির জন্য পানিকে কতক্ষণ ফুটাতে হবে?

৫। কোন পানিকে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় বিশুদ্ধ করা যায়?

রচনামূলক প্রশ্ন

১। উদ্ভিদ ও প্রাণীর জীবনে পানির প্রয়োজনীয়তা লেখ। ***

২। পানিচক্র চিত্রসহ বর্ণনা কর।

৩। পানি দূষণের কারণ ও প্রভাব বা ফলাফল লেখ।*

৪। কীভাবে পানি দূষণ প্রতিরোধ করা যায়?

৫। পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াগুলোর নাম লেখ ও ১টি পদ্ধতি বর্ণনা কর।

অধ্যায়-৫

সংক্ষিপ্ত প্রশ্ন

১। শক্তি কী?

২। শক্তির প্রধান উৎস কী?

৩। শক্তির ৫টি উৎসের নাম লেখ।

৪। বিভিন্ন প্রকার শক্তির নাম লেখ।

৫। তাপ সঞ্চালন কাকে বলে?

৬। তাপ সঞ্চালন পদ্ধতিগুলোর নাম লেখ।

৭। আলোর সঞ্চালন লেখ।

৮। অণু বা পরমাণু কাকে বলে?

রচনামূলক প্রশ্ন

১। উদাহরণসহ বিভিন্ন প্রকার শক্তি বর্ণনা কর।

২। তাপ সঞ্চালন বর্ণনা কর।

৩। আমরা কীভাবে শক্তি সংরক্ষণ করতে পারি? ***

৪। পদার্থের গঠন ও অবস্থা বর্ণনা কর।

অধ্যায়-৬

সংক্ষিপ্ত প্রশ্ন

১। সুষম খাদ্য, জাঙ্কফুড কী?

রচনামূলক প্রশ্ন

১। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা লেখ। *

২। জাঙ্কফুড বর্ণনা কর।

৩। খাদ্য সংরক্ষণের উপায় ও গুরুত্ব লেখ। ***

অধ্যায়-৭

সংক্ষিপ্ত প্রশ্ন

১। ২টি সংক্রামক রোগের নাম লেখা।

২। কিসের মাধ্যমে সংক্রামক রোগ ছড়ায়?

৩। ২টি বায়ুবাহিত বা পানিবাহিত রোগের নাম লেখ।

৪। প্রাণী ও পতঙ্গের মাধ্যমে ছড়ায় এমন ১টি করে রোগের নাম লেখ।

৫। বয়ঃসন্ধিকালের সময়সীমা লেখ।

রচনামূলক প্রশ্ন

১। সংক্রমক রোগের বিস্তার ও প্রতিকার লেখ।

২। বয়ঃসন্ধিকালে পরিবর্তন ও যত্ন বা করণীয় সম্পর্কে লেখ। ***

অধ্যায়-৮

সংক্ষিপ্ত প্রশ্ন

১। মহাবিশ্ব, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ জ্যোতির্বিজ্ঞান, অক্ষ, আহ্নিক গতি, বার্ষিক গতি, সৌরজগৎ, মিল্কওয়ে, গ্যালাক্সি, দুরবিন কী?

২। বাংলাদেশের ঋতগুলোর নাম লেখ।

৩। আহ্নিক বা বার্ষিক গতির সময় লেখ।

৪। পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের দূরত্ব কত?

৫। প্রতিটি গ্যালাক্সিতে গড়ে কতটি নক্ষত্র আছে?

৬। গ্যালাক্সি অতিক্রম করতে কত সময় লাগে?

৭। চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে?

৮। আলোর গতি প্রতি সেকেন্ডে কত?

৯। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে কত সময় লাগে?

১০। পৃথিবী কোন দিকে থেকে কোন দিকে ঘুরছে?

রচনামূলক প্রশ্ন

১। গ্রীষ্ম ও বর্ষাকাল বর্ণনা কর।

২। আহ্নিক ও বার্ষিক গতি কাকে বলে? এদের বর্ণনা দাও।

৩। পৃথিবীর কোন গতির জন্য দিন ও রাত হয়? পরীক্ষা বর্ণনা কর।

৪। ঋতুর পরিবর্তন চিত্রসহ বর্ণনা কর। 

Share this

Related Posts

Previous
Next Post »