কবিতা : লোক-লোকান্তর
—আল মাহমুদ
১। আল মাহমুদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৩৩
খ. ১৯৩৬
গ. ১৯৬৩
ঘ. ১৯৬৬
২। কবির চেতনা কিসের মতো?
ক. পাখির
খ. নদীর
গ. পাহাড়ের
ঘ. মাঠের
৩। কবির চেতনা পাখির পায়ের রঙ কী ধরণের?
ক. তীব্র লাল
খ. সবুজ
গ. মেটে
ঘ. সুপারি রং
৪। কবি কোথায় চোখ রাখতে পারেন না?
ক. চন্দনের ডালে
খ. চেতনার মণিতে
গ. বন্য ঝোপের ওপর
ঘ. বন্য পানলতায়
৫। কবি লোকান্তরে স্তব্ধ হয়ে কী শুনতে চান?
ক. পাখির গান
খ. বিজয়ের গান
গ. আহত কবির গান
ঘ. চেতনার গান
৬। চন্দনের ফুল কী রকম?
ক. তিক্ত
খ. বিষাক্ত
গ. ঝাল-মিষ্টি
ঘ. মিষ্টি
৭। চন্দনের ডালে কোন পাখি বসে থাকে?
ক. কোকিল
খ. টিয়া
গ. স্বপ্নের পাখি
ঘ. চেতনার পাখি
৮। অরণ্য কেমন?
ক. নীল
খ. সবুজ
গ. হলুদ
ঘ. কালো
৯। কবি কিসের মালা গাঁথতে চান?
ক. বকুল ফুলের
খ. হিজল ফুলের
গ. পুঁথির
ঘ. চিত্রকল্পের
১০। কিসের ভেতর দিয়ে কবিকে উত্তীর্ণ হতে হয়?
ক. যুদ্ধের
খ. দৈন্যের
গ. কষ্টের
ঘ. জীবন সংগ্রামের
১১। কবির মাথার চেতনা পাখির ওপরে কী দোলে?
ক. ফল
খ. ডাল
গ. পানলতা
ঘ. লতাপাতা
১২। কবির চেতনা পাখির নখ কী রঙের?
ক. সুপারি রং
খ. সবুজ রং
গ. খয়েরি রং
ঘ. লাল রং
১৩। কবি প্রকৃতির দিকে তাকাতে ভয় করেন কেন?
ক. ঝোপের কারণে
খ. অন্ধকারের কারণে
গ. বিপদাশঙ্কার কারণে
ঘ. রূপের আতিশয্যের কারণে
১৪। আহত কবির গান বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. সাদা পাখিকে
খ. বনের ঘুঘুকে
গ. চেতনাপ্রাপ্ত কবিকে
ঘ. আঘাত পাওয়া কবিকে
১৫। কবি সত্যিকার পাখির মতো চন্দনের ডালে বসতে চান কেন?
ক. শখের কারণে
খ. চেতনার কারণে
গ. প্রকৃতিপ্রেমিক
ঘ. স্বপ্নপিপাসু
১৬। ‘লোক-লোকান্তর’ কবিতায় ‘পরাগ’ বলতে বোঝায়—
ক. ফুলের রেণু
খ. সুগন্ধি বস্তু
গ. কাব্যভাষা
ঘ. ফুলের গন্ধ
১৭। আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং ‘চোখের কোটরে’ বলতে বোঝানো হয়েছে—
ক. চোখের গর্তে
খ. চোখের মণিতে
গ. দৃষ্টিতে
ঘ. চোখের ভেতরে
১৮। কবির অস্তিত্ব জুড়ে রয়েছে—
ক. চিরায়ত গ্রামবাংলা
খ. সুপারির রং
গ. আধুনিক বাংলা
ঘ. বাংলার অফুরন্ত রং
১৯। ‘নিসর্গ’ বলতে বোঝায়—
ক. অরণ্য
খ. নির্জন
গ. প্রকৃতি
ঘ. স্বর্গীয় স্থান
২০। কবির কাছে সব কিছু তুচ্ছ হয়ে যায়—
ক. অবহেলায়
খ. অহংকারে
গ. চেতনালাভে
ঘ. পৃথিবীর বিধিবিধান
২১। জন্মসূত্রে আল মাহমুদের সঙ্গে নিচের কোন গ্রামটি সম্পর্কিত?
ক. মোড়াইল
খ. পায়রাবন্দ
গ. ঘাটাইল
ঘ. পাহাড়তলি
২২। কবি আল মাহমুদের চেতনা কোনটির সঙ্গে তুলনীয়?
ক. শাদা পাখি
খ. লাল পদ্ম
গ. ঝিনুক
ঘ. সাদা বক
২৩। সাদা পাখিটির পায়ের রঙের সঙ্গে কোনটির মিল রয়েছে?
ক. হলুদ
খ. নীল
গ. সবুজ
ঘ. লাল
২৪। —তার তীব্র লাল। শূন্যস্থানে কোন শব্দটির প্রয়োগ হবে?
ক. নখ
খ. ঠোঁট
গ. পাখা
ঘ. পা
২৫। কবি আল মাহমুদের চেতনা কোনটির সঙ্গে তুলনীয়?
ক. আকাশ
খ. পাখি
গ. বৃক্ষ
ঘ. নদী
২৬। ‘লোক-লোকান্তর’ রচনাটির শিক্ষণীয় বিষয় কী?
ক. প্রকৃতির প্রতি উদ্বুদ্ধ হওয়া
খ. সুগন্ধি কাঠের গাছ সম্পর্কে জানা
গ. নারীর সৌন্দর্য সম্পর্কে অবগত হওয়া
ঘ. বিচ্ছিন্নতা বোধের যন্ত্রণা সম্পর্কে জানা
২৭। ‘লোক-লোকান্তর’ কবিতার মৌল প্রসঙ্গ কী?
ক. গ্রামীণ প্রকৃতি
খ. নিসর্গ উপলব্ধি
গ. আনন্দ প্রকাশ
ঘ. প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের উপলব্ধি
২৮। ‘লোক-লোকান্তর’ কী জাতীয় রচনা?
ক. ছোটগল্প
খ. উপন্যাস
গ. নাটক
ঘ. আত্মপরিচয়মূলক কবিতা
২৯। ‘ঝোপের ওপরে’ শব্দটির মধ্য দিয়ে যা তুলে ধরা হয়েছে—
ক. জঞ্জাল
খ. সবুজ অরণ্য
গ. সুগন্ধি গাছ
ঘ. প্রকৃতির সৌন্দর্য
৩০। আল মাহমুদের লেখায় নিচের যেটি ফুটে উঠেছে—
i. স্নিগ্ধ শ্যামল প্রকৃতি
ii. প্রশান্ত গ্রাম্যজীবন
iii. যন্ত্রণাদগ্ধ শহুরে জীবন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩১। আমার চেতনা বলতে কবি আল মাহমুদ যেটি বুঝিয়েছেন—
i. কাব্যসত্তা
ii. কাব্যচেতনা
iii. জাগ্রত সত্তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩২। মাথার ওপরে-নিচে—বাতাসের তালে দোলে বন্য পানলতা। শূন্যস্থানে যে শব্দটি প্রযুক্ত হবে—
i. নিশাচারী
ii. বনচারী
iii. পথচারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি-চারদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ।’
৩৩। উদ্দীপকের ভাবের সঙ্গে তোমার পঠিত কোন কবিতার সাদৃশ্য রয়েছে?
ক. লোক-লোকান্তর
খ. ঐকতান
গ. সেই অস্ত্র
ঘ. সাম্যবাদী
৩৪। উদ্দীপকে আলোচ্য কবিতার যে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে—
i. প্রকৃতি চেতনা
ii. দেশপ্রেম
iii. নিসর্গপ্রীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।’
৩৫। উদ্দীপকের আবহে কোন কবিতার ভাবগত রূপ লক্ষণীয়?
ক. সেই অস্ত্র
খ. লোক-লোকান্তর
গ. ঐকতান
ঘ. আঠারো বছর বয়স
৩৬। উদ্দীপক ও উত্তর সংশ্লিষ্ট কবিতায় যা ফুটে উঠেছে—
i. সৃষ্টির আনন্দ
ii. হৃদয় উচ্ছ্বাস
iii. অফুরন্ত ভাবাবেগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘কবরী এলোক করে আকাশ দেখার মুহূর্ত
অশেষ অনুভব নিয়ে
পুলকিত সচ্ছলতা।’
৩৭। উদ্দীপকের কবির সঙ্গে কবি আল মাহমুদের সাদৃশ্য কোথায়?
ক. রূপগত
খ. চেতনাগত
গ. আঙ্গিকগত
ঘ. উপস্থাপনাগত
৩৮। উভয় কবির কবিতার চরণে কোন দিকটি ইঙ্গিতবহ হয়েছে?
ক. শব্দবিন্যাসে
খ. রূপকগত
গ. উপমাগত
ঘ. চিত্রকল্প প্রমূর্ত
৩৯। চন্দন গাছের কাঠ কী রকম?
ক. মিষ্টি
খ. ঝাল
গ. বিষাক্ত
ঘ. সুগন্ধযুক্ত
৪০। কবি শব্দ দিয়ে কী গড়ে তোলেন?
ক. শব্দসৌধ
খ. বাক্য
গ. চেতনার রং
ঘ. শব্দব্রহ্ম
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২. ক ৩. খ ৪. গ ৫. গ ৬. গ
৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. ঘ
১৩. ঘ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. ক ২২. ক ২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. ক ২৭. ঘ ২৮. ঘ ২৯. ঘ ৩০. ক ৩১. ক ৩২. খ ৩৩. ক ৩৪. গ ৩৫. খ ৩৬. ঘ ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. ক
—আল মাহমুদ
১। আল মাহমুদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৩৩
খ. ১৯৩৬
গ. ১৯৬৩
ঘ. ১৯৬৬
২। কবির চেতনা কিসের মতো?
ক. পাখির
খ. নদীর
গ. পাহাড়ের
ঘ. মাঠের
৩। কবির চেতনা পাখির পায়ের রঙ কী ধরণের?
ক. তীব্র লাল
খ. সবুজ
গ. মেটে
ঘ. সুপারি রং
৪। কবি কোথায় চোখ রাখতে পারেন না?
ক. চন্দনের ডালে
খ. চেতনার মণিতে
গ. বন্য ঝোপের ওপর
ঘ. বন্য পানলতায়
৫। কবি লোকান্তরে স্তব্ধ হয়ে কী শুনতে চান?
ক. পাখির গান
খ. বিজয়ের গান
গ. আহত কবির গান
ঘ. চেতনার গান
৬। চন্দনের ফুল কী রকম?
ক. তিক্ত
খ. বিষাক্ত
গ. ঝাল-মিষ্টি
ঘ. মিষ্টি
৭। চন্দনের ডালে কোন পাখি বসে থাকে?
ক. কোকিল
খ. টিয়া
গ. স্বপ্নের পাখি
ঘ. চেতনার পাখি
৮। অরণ্য কেমন?
ক. নীল
খ. সবুজ
গ. হলুদ
ঘ. কালো
৯। কবি কিসের মালা গাঁথতে চান?
ক. বকুল ফুলের
খ. হিজল ফুলের
গ. পুঁথির
ঘ. চিত্রকল্পের
১০। কিসের ভেতর দিয়ে কবিকে উত্তীর্ণ হতে হয়?
ক. যুদ্ধের
খ. দৈন্যের
গ. কষ্টের
ঘ. জীবন সংগ্রামের
১১। কবির মাথার চেতনা পাখির ওপরে কী দোলে?
ক. ফল
খ. ডাল
গ. পানলতা
ঘ. লতাপাতা
১২। কবির চেতনা পাখির নখ কী রঙের?
ক. সুপারি রং
খ. সবুজ রং
গ. খয়েরি রং
ঘ. লাল রং
১৩। কবি প্রকৃতির দিকে তাকাতে ভয় করেন কেন?
ক. ঝোপের কারণে
খ. অন্ধকারের কারণে
গ. বিপদাশঙ্কার কারণে
ঘ. রূপের আতিশয্যের কারণে
১৪। আহত কবির গান বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. সাদা পাখিকে
খ. বনের ঘুঘুকে
গ. চেতনাপ্রাপ্ত কবিকে
ঘ. আঘাত পাওয়া কবিকে
১৫। কবি সত্যিকার পাখির মতো চন্দনের ডালে বসতে চান কেন?
ক. শখের কারণে
খ. চেতনার কারণে
গ. প্রকৃতিপ্রেমিক
ঘ. স্বপ্নপিপাসু
১৬। ‘লোক-লোকান্তর’ কবিতায় ‘পরাগ’ বলতে বোঝায়—
ক. ফুলের রেণু
খ. সুগন্ধি বস্তু
গ. কাব্যভাষা
ঘ. ফুলের গন্ধ
১৭। আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং ‘চোখের কোটরে’ বলতে বোঝানো হয়েছে—
ক. চোখের গর্তে
খ. চোখের মণিতে
গ. দৃষ্টিতে
ঘ. চোখের ভেতরে
১৮। কবির অস্তিত্ব জুড়ে রয়েছে—
ক. চিরায়ত গ্রামবাংলা
খ. সুপারির রং
গ. আধুনিক বাংলা
ঘ. বাংলার অফুরন্ত রং
১৯। ‘নিসর্গ’ বলতে বোঝায়—
ক. অরণ্য
খ. নির্জন
গ. প্রকৃতি
ঘ. স্বর্গীয় স্থান
২০। কবির কাছে সব কিছু তুচ্ছ হয়ে যায়—
ক. অবহেলায়
খ. অহংকারে
গ. চেতনালাভে
ঘ. পৃথিবীর বিধিবিধান
২১। জন্মসূত্রে আল মাহমুদের সঙ্গে নিচের কোন গ্রামটি সম্পর্কিত?
ক. মোড়াইল
খ. পায়রাবন্দ
গ. ঘাটাইল
ঘ. পাহাড়তলি
২২। কবি আল মাহমুদের চেতনা কোনটির সঙ্গে তুলনীয়?
ক. শাদা পাখি
খ. লাল পদ্ম
গ. ঝিনুক
ঘ. সাদা বক
২৩। সাদা পাখিটির পায়ের রঙের সঙ্গে কোনটির মিল রয়েছে?
ক. হলুদ
খ. নীল
গ. সবুজ
ঘ. লাল
২৪। —তার তীব্র লাল। শূন্যস্থানে কোন শব্দটির প্রয়োগ হবে?
ক. নখ
খ. ঠোঁট
গ. পাখা
ঘ. পা
২৫। কবি আল মাহমুদের চেতনা কোনটির সঙ্গে তুলনীয়?
ক. আকাশ
খ. পাখি
গ. বৃক্ষ
ঘ. নদী
২৬। ‘লোক-লোকান্তর’ রচনাটির শিক্ষণীয় বিষয় কী?
ক. প্রকৃতির প্রতি উদ্বুদ্ধ হওয়া
খ. সুগন্ধি কাঠের গাছ সম্পর্কে জানা
গ. নারীর সৌন্দর্য সম্পর্কে অবগত হওয়া
ঘ. বিচ্ছিন্নতা বোধের যন্ত্রণা সম্পর্কে জানা
২৭। ‘লোক-লোকান্তর’ কবিতার মৌল প্রসঙ্গ কী?
ক. গ্রামীণ প্রকৃতি
খ. নিসর্গ উপলব্ধি
গ. আনন্দ প্রকাশ
ঘ. প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের উপলব্ধি
২৮। ‘লোক-লোকান্তর’ কী জাতীয় রচনা?
ক. ছোটগল্প
খ. উপন্যাস
গ. নাটক
ঘ. আত্মপরিচয়মূলক কবিতা
২৯। ‘ঝোপের ওপরে’ শব্দটির মধ্য দিয়ে যা তুলে ধরা হয়েছে—
ক. জঞ্জাল
খ. সবুজ অরণ্য
গ. সুগন্ধি গাছ
ঘ. প্রকৃতির সৌন্দর্য
৩০। আল মাহমুদের লেখায় নিচের যেটি ফুটে উঠেছে—
i. স্নিগ্ধ শ্যামল প্রকৃতি
ii. প্রশান্ত গ্রাম্যজীবন
iii. যন্ত্রণাদগ্ধ শহুরে জীবন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩১। আমার চেতনা বলতে কবি আল মাহমুদ যেটি বুঝিয়েছেন—
i. কাব্যসত্তা
ii. কাব্যচেতনা
iii. জাগ্রত সত্তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩২। মাথার ওপরে-নিচে—বাতাসের তালে দোলে বন্য পানলতা। শূন্যস্থানে যে শব্দটি প্রযুক্ত হবে—
i. নিশাচারী
ii. বনচারী
iii. পথচারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি-চারদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ।’
৩৩। উদ্দীপকের ভাবের সঙ্গে তোমার পঠিত কোন কবিতার সাদৃশ্য রয়েছে?
ক. লোক-লোকান্তর
খ. ঐকতান
গ. সেই অস্ত্র
ঘ. সাম্যবাদী
৩৪। উদ্দীপকে আলোচ্য কবিতার যে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে—
i. প্রকৃতি চেতনা
ii. দেশপ্রেম
iii. নিসর্গপ্রীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।’
৩৫। উদ্দীপকের আবহে কোন কবিতার ভাবগত রূপ লক্ষণীয়?
ক. সেই অস্ত্র
খ. লোক-লোকান্তর
গ. ঐকতান
ঘ. আঠারো বছর বয়স
৩৬। উদ্দীপক ও উত্তর সংশ্লিষ্ট কবিতায় যা ফুটে উঠেছে—
i. সৃষ্টির আনন্দ
ii. হৃদয় উচ্ছ্বাস
iii. অফুরন্ত ভাবাবেগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘কবরী এলোক করে আকাশ দেখার মুহূর্ত
অশেষ অনুভব নিয়ে
পুলকিত সচ্ছলতা।’
৩৭। উদ্দীপকের কবির সঙ্গে কবি আল মাহমুদের সাদৃশ্য কোথায়?
ক. রূপগত
খ. চেতনাগত
গ. আঙ্গিকগত
ঘ. উপস্থাপনাগত
৩৮। উভয় কবির কবিতার চরণে কোন দিকটি ইঙ্গিতবহ হয়েছে?
ক. শব্দবিন্যাসে
খ. রূপকগত
গ. উপমাগত
ঘ. চিত্রকল্প প্রমূর্ত
৩৯। চন্দন গাছের কাঠ কী রকম?
ক. মিষ্টি
খ. ঝাল
গ. বিষাক্ত
ঘ. সুগন্ধযুক্ত
৪০। কবি শব্দ দিয়ে কী গড়ে তোলেন?
ক. শব্দসৌধ
খ. বাক্য
গ. চেতনার রং
ঘ. শব্দব্রহ্ম
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২. ক ৩. খ ৪. গ ৫. গ ৬. গ
৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. ঘ
১৩. ঘ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. ক ২২. ক ২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. ক ২৭. ঘ ২৮. ঘ ২৯. ঘ ৩০. ক ৩১. ক ৩২. খ ৩৩. ক ৩৪. গ ৩৫. খ ৩৬. ঘ ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. ক
1 মন্তব্য(গুলি):
Write মন্তব্য(গুলি)ভাই বাকি কবিতা এবং গদ্যগুলোর বহুনির্বাচনী প্রশ্ন দিলে ভালো হতো।
ReplyEmoticonEmoticon