রচনামূলক
সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ৩০+২০=৫০
(দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক)
১। সারাংশ লিখ
ক) কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো? বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি এক হাজার বছর আগে তা ঠিক এমন ছিল না। সে ভাষায় এ দেশের মানুষ কথা বলত, গান গাইত, কবিতা বানাত। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। অনেকদিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে। আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার।
অথবা
খ) সারমর্ম লিখ
নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি!
গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি
ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলো।
পল্লবঘন আম্রকানন রাখালের খেলাগেহ,
স্তব্ধ অতল দিঘি কালোজল- নিশীথশীতল স্নেহ।
বুকভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে -
মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।
২। যে কোনো একটি ভাব-সম্প্রসারণ করো:
ক) বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
খ) জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে
চিরস্থির কবে নীর হয় রে জীবন নদে?
৩। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
ক) অনুচ্ছেদ লিখ : বইপড়া ।
খ) নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:
মিঠু তার মামাকে খুঁজতে দোতলা বাড়িটিতে ঢুকে পড়ল। তিনতলায় গিয়ে, দরজার কড়া নাড়ল সে। একটি ছোট ছেলে দরজা খুলতেই সে বলল, আমি মি. কবিরকে খুঁজছিলাম, যিনি একজন ডাক্তার। ছেলেটি বলল, ডাক্তার সাহেব তো..., কথা শেষ হবার আগেই মি. কবির দরজার কাছে এসে দাঁড়ালেন।
ক) একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে? ১
খ) ছোট ছেলেটির কথায় কোন গুণের অভাব রয়েছে? ১
গ) অনুচ্ছেদের মিঠু ছোট ছেলেটির সাথে কী ধরনের বাক্য ব্যবহার করেছে? ১
ঘ) চিহ্নিত বাক্যের গঠন ব্যাখ্যা করো। ২
৪। যে কোন একটি প্রশ্নের উত্তর দাও।
ক) তোমার বন্ধুর মাতা হঠাৎ মারা গেছেন। তাকে সান্ত্বনা জানিয়ে একটি পত্র লিখ।
খ) ডাকঘর স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি আবেদনপত্র রচনা কর।
৫। যে কোনো একটি বিষয়ে রচনা লিখ:
ক) বাংলাদেশের ষড়ঋতু খ) বাংলাদেশের কৃষক
গ) বিজয় দিবস।
বহুনির্বাচনী
মান-২০
১। মাতৃভাষার বিবেচনায় বিশ্বে বাংলা ভাষার স্থান কততম?
ক) চতুর্থ খ) পঞ্চম
গ) সপ্তম ঘ) অষ্টম
২। ঐ এবং ঔ কোন ধরনের ধ্বনি?
ক) স্বরধ্বনি খ) যৌগিক স্বরধ্বনি গ) ব্যঞ্জনধ্বনি ঘ) মৌলিক স্বরধ্বনি
৩। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক) বহিষ্কার খ) পরিষ্কার গ) বনস্পতি ঘ) আবির্ভাব
৪। নিচের কোনগুলো ক্লীবলিঙ্গের উদাহরণ?
ক) আকাশ, পানি, মানুষ খ) শিশু, সন্তান, ডাক্তার গ) ডাক্তার, বাছুর, ঘর ঘ) ফুল, পানি, আকাশ
৫। ‘বচন’ ব্যাকরণের কী জাতীয় শব্দ?
ক) তৎসম খ) অর্ধ-তৎসম গ) পারিভাষিক ঘ) বিদেশি
৬। আত্মবাচক সর্বনাম কোনটি?
ক) এই খ ) নিজ গ) তারা ঘ) সে
৭। বাক্যের অপরিহার্য অঙ্গ কোনটি?
ক) ক্রিয়াপদ খ) কর্মপদ গ) কর্তৃপদ ঘ) বিশেষ্য পদ
৮। কোনটি মৌলিক ধাতু?
ক) কাটা খ) দেখ্ গ) করা ঘ) দোলা
৯। কাল কাকে বলে?
ক) কর্তা যা করে তাকে খ) যে কোন সময়কে
গ) ক্রিয়া সংঘটনের সময়কে ঘ) ক্রিয়ার কালকে
১০। দ্বিরুক্ত শব্দের আরেক নাম কী?
ক) সাধিত শব্দ খ) অনুকার শব্দ
গ) ধ্বন্যাত্মক শব্দ ঘ) শব্দদ্বৈত
১১। বাক্যের মৌলিক উপাদান কোনটি?
ক. ধ্বনি খ. অক্ষর গ. পদ ঘ. শব্দ
১২। ‘বরুণ’- শব্দের যথার্থ প্রতিশব্দ কোনটি?
ক. সিন্ধু খ. সমুদ্র গ. মিহির ঘ. মহানদ
১৩। কোন বিরামচিহ্নটির বিরতীকাল নেই?
ক. কমা খ. হাইফেন
গ. কোলন ঘ. উদ্ধরণ চিহ্ন
১৪। কোনটি শুদ্ধ বানান?
ক. দুর্নীতি খ. দুর্নিতী গ. দূর্নীতি ঘ. দুর্নিতি
১৫। নী-প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গে পরিণত করা যায় কোনটি?
ক. তরুণ খ. কুমার গ. চতুর ঘ. মজুর
১৬। যে-সে, যা-তা ইত্যাদি কোন ধরনের সর্বনাম?
ক. অনির্দেশক খ. পুরুষবাচক গ. সাপেক্ষ ঘ) আত্মবাচক
১৭। পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কী বলে?
ক. বর্ণ খ. দ্বন্দ্ব গ. সমাস ঘ. সন্ধি
১৮। বাংলা ভাষার চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক. কাঠামো অপরিবর্তনীয় খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
গ. কৃত্রিমতাবর্জিত ঘ. আভিজাত্যপূর্ণ
১৯। ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. বিজলি খ. শশাঙ্ক গ. ভানু ঘ. সমীর
২০। ‘ব্যাঙের আধুলি’ বাগ্ধারাটির অর্থ কী?
ক. সামান্য সম্পদ খ. অস্থায়ী বস্তু
গ. দুঃসাধ্য বস্তু ঘ. অসম্ভব ঘটনা
উত্তর : ১ক, ২খ, ৩গ, ৪ঘ, ৫গ , ৬খ, ৭ক, ৮খ, ৯গ, ১০ঘ, ১১ঘ, ১২গ, ১৩খ, ১৪ক, ১৫খ, ১৬গ, ১৭ঘ, ১৮গ, ১৯খ, ২০ক
প্রভাষক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
EmoticonEmoticon