প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষা ২০১৬ বিজ্ঞান

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি’ থেকে ৫টি অধ্যায়ভিত্তিক কাজের সমাধান ও ২টি যোগ্যতাভিত্তিক ও সাধারণ কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো। 


অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
প্রশ্ন : শক্তি কী?
উত্তর : কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি।
প্রশ্ন : শক্তি কিভাবে রূপান্তরিত হয়?
উত্তর : শক্তি বিভিন্নভাবে রূপান্তরিত হয়। সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত। সৌরশক্তিকে আমরা প্রত্যক্ষভাবে আলো ও তাপ হিসেবে পাই। এটি আবার বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে। যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। প্রাণী যখন খাদ্য হিসেবে এই উদ্ভিদ গ্রহণ করে তখন এই রাসায়নিক শক্তি তাপ ও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। সৌরপ্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে। যখন আমরা টেলিভিশন চালাই তখন এই বিদ্যুৎশক্তি আলোক, তাপ এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এভাবে শক্তি রূপান্তরিত হয়। 
প্রশ্ন : শক্তি কিভাবে সঞ্চালিত হয়?
উত্তর : শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। বিভিন্ন ধরনের শক্তির মধ্যে দু’টি শক্তি হলো তাপশক্তি ও আলোকশক্তি। 
তাপশক্তি সঞ্চালিত হয় পরিবহন, পরিচলন এবং বিকিরণ এই তিন উপায়ে। 
আলোকশক্তি সঞ্চালিত হয় বিকিরণ পদ্ধতিতে।
প্রশ্ন : আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি?
উত্তর : আমরা নিম্নোক্ত উপায়ে শক্তি সংরক্ষণ করতে পারিÑ
১. ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতিসমূহ বন্ধ রাখা।
২. প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে রেফ্রিজারেটরের দরজা খোলা না রাখা।
৩. বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগানো।
৪. বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা। 
৫. গাড়ির বদলে যথাসম্ভব হাঁটা বা সাইকেল ব্যবহার করা।
প্রশ্ন : পদার্থ কী দিয়ে তৈরি?
উত্তর : খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত। পদার্থের এই সূক্ষ্ম কণাই হলো পরমাণু। দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করে। পদার্থ হলো অসংখ্য অণুর সমষ্টি।
যোগ্যতাভিত্তিক ও সাধারণ কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : তোমার বাড়িতে বিদ্যুৎশক্তি ব্যবহারের পাঁচটি উদাহরণ দাও।
উত্তর : আমার বাড়িতে বিদ্যুৎশক্তি ব্যবহারের পাঁচটি উদাহরণ হলোÑ 
১. মোবাইল ফোন চার্জ দিতে বৈদ্যুতিক শক্তি ব্যবহৃত হয়।
২. বিদ্যুৎশক্তি দ্বারা বৈদ্যুতিক পাখা চালানো হয়।
৩. বিদ্যুৎশক্তিকে আলোকশক্তিতে রূপান্তরিত করে বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়।
৪. টেলিভিশন, কম্পিউটার, ইস্ত্রি ইত্যাদি বিদ্যুৎশক্তির সাহায্যে চালানো হয়।
৫. বিদ্যুৎশক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করে রান্নাবান্নার কাজ করা হয়।
প্রশ্ন : শক্তির অপচয় ঘটেÑ এমন ঘটনার কয়েকটি উদাহরণ দাও।
উত্তর : আমরা জানি, শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না। কিন্তু শক্তির অপচয় হয়। এ অপচয় ঘটে শক্তি রূপান্তরের মাধ্যমে। আর শক্তির যথাযথ প্রয়োগ না হলে শক্তির অপচয় ঘটে। নিচে শক্তির অপচয় ঘটে, এমন ঘটনার কয়েকটি উদাহরণ দেয়া হলো :
১. অকারণে ঘরের বাতি জ্বালিয়ে রাখলে, বৈদ্যুতিক যন্ত্রপাতি চালিয়ে রাখলে বিদ্যুৎশক্তির অপচয় ঘটে।
২. শহরের ঘরবাড়িতে অপ্রয়োজনীয় আলোকসজ্জার ফলেও বিদ্যুৎশক্তির অপচয় ঘটে।
৩. রান্না শেষ হওয়ার পরও গ্যাসের চুলা জ্বালিয়ে রাখলে জ্বালানিশক্তির অপচয় ঘটে।
৪. অপ্রয়োজনে যানবাহনের ইঞ্জিন চালু রাখলে জ্বালানিশক্তির অপচয় ঘটে। - See more at: http://m.dailynayadiganta.com/detail/news/120720#sthash.qX2A11ZI.dpuf

Share this

Related Posts

Previous
Next Post »