৪. সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি ২০১৪ এ জয়া ট্রেডার্সের নিকট নিম্মোক্ত পন্য বিক্রয় করেন:
ফেব্রু ০১ নগদে ৫৫ টাকা দরে ১১৫ কেজি চিনি।
০৭ ৫২ টাকা দরে ৫৬ কেজি চিনি।
১৫ ১১০ টাকা দরে ৩৫ কেজি মসুর ডাল।
সেলিম ট্রেডার্স মোট্ বিক্রয়ের ওপর ১২% কারবারি বাট্টা মঞ্জুর করেন।
ক. সেলিম ট্রেডার্স মোট্ বিক্রয়ের পরিমান নির্নয় কর।
খ. ফেব্রুয়ারি ১ তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশমেমো প্রস্তুত কর।
গ. ফেব্র্রুয়ারি ৭ ও ১৫ তারিখের লেনদেন বাকিতে হয়েছে মনে করে একটি চালান প্রস্তুত কর।
ক. সেলিম ট্রেডার্স মোট্ বিক্রয়ের পরিমান নির্নয়:
২০১৪ ফেব্রু ১
৩০
|
নগদে চিনি বিক্রয় (৫৫*১১৫)
বাকিতে চিনি বিক্রয় (৫২*৫৬)
বাকিতে মসুর ডাল বিক্রয় (১১০*৩৫)
(-) কারবারি বাট্টা ১২%
|
৬৩২৫
২৯১২
৩৮৫০
|
১৩০৮৭.০০
১৫৭০.০০
১১৫১৫.৫৬
|
খ.
সেলিম ট্রেডার্স্
ক্যাশমেমো
ভাউচার নং...... তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৪
ক্রেতার নাম: জয়া ট্রেডার্স্
ঠিকানা: .......
তারিখ
|
মালের বিবরন
|
পরিমান
|
দর টাকা
|
পরিমান টাকা
|
২০১৪ ফেব্রু ১
|
চিনি
(-) কারবারি বাট্টা
মোট
|
১১৫
|
৫৫
|
৬৩২৫
(৭৫৯)
৫৫৬৬
|
টাকা (কথায়): পাঁচ হাজার পাঁশত ছেষট্টি টাকা মাত্র
ক্রেতার স্বাক্ষর
ভুলভ্রান্তি সংশোধন যোগ্য বিক্রেতার স্বাক্ষর
|
গ.
চালান
সেলিম ট্রেডার্স্ (বিক্রেতা)
ভাউচার নং...... তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৪
ক্রেতার নাম: জয়া ট্রেডার্স্
ঠিকানা: .......
তারিখ
|
মালের বিবরন
|
পরিমান
|
দর টাকা
|
পরিমান টাকা
|
২০১৪ ফেব্রু ৭
১৫
|
চিনি
মসুর ডাল
(-) কারবারি বাট্টা
মোট
|
৫৬
৩৫
|
৫২
১১০
|
২১১২
৩৮৫০
৬৭৬২
(৮১১.৪৪)
৫৯৫০.৫৬
|
টাকা (কথায়): পাঁচ হাজার নয়শত পঞ্চাশ টাকা ছাপ্পান্ন পয়সা মাত্র
ক্রেতার স্বাক্ষর
ভুলভ্রান্তি সংশোধন যোগ্য বিক্রেতার স্বাক্ষর
|