Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

জেএসসি পরিক্ষা ২০১৬ গণিত

2 min read
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।


অধ্যায়-১১
২১। তথ্য বা উপাত্ত লেখচিত্রের মাধ্যমে উপস্থাপিত হলে—
i. সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয়
ii. উপাত্ত চিত্তাকর্ষক হয়
iii. উপাত্তগুলোর প্রকৃতি বুঝতে সহজ হয়
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২২। ০, ১, ২, ৩, ১২, ৪, ৫, ১৬, ৬, ৭, ১০ সংখ্যাগুলোর প্রচুরক কত?
ক. ০ খ. ১২
গ. ১৬
ঘ. প্রচুরক নেই
২৩। ১ থেকে ২৯ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
ক. ১৫ খ. ১৬
গ. ১৮ ঘ. ২০
২৪। ২৮, ৩০, ২৫, ২৭, ২৮, ২৫, ৩২ সংখ্যাগুলোর প্রচুরক কত?
ক. ২৫ খ. ২৭, ২৮
গ. ৩০ ঘ. ২৫, ২৮
২৫। একটি শ্রেণিতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত থাকে, তার নির্দেশক নিচের কোনটি?
ক. শ্রেণির ঘটনসংখ্যা
খ. শ্রেণির মধ্যবিন্দু
গ. শ্রেণির সীমা
ঘ. যোজিত ঘটনসংখ্যা
২৬। ৮, ১০, ১১, ১৩, ১২ উপাত্তের গড় নিচের কোনটি?
ক. ১.৩৮ খ. ১.৮০
গ. ১০.৫ ঘ.১০.৮
নিচে একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণি দেওয়া হলো। সারণির আলোকে ২৭ থেকে ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শ্রেণি গণসংখ্যা
৪৬-৫৫ ১২
৫৬-৬৫ ১৭
৬৬-৭৫ ২৫
৭৬-৮৫ ১৮
৮৬-৯৫ ৮
২৭। শ্রেণি ব্যবধান কত?
ক. ৮ খ. ৯ গ. ১০ ঘ. ১১
২৮। প্রচুরক শ্রেণির নিম্নসীমা কত?
ক. ৫৬ খ. ৬৬ গ. ৭৬ ঘ. ৮৬
২৯। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
ক. ৮০ খ. ৭৯ গ. ৭৮ ঘ. ৭৫
৩০। তৃতীয় শ্রেণির যোজিত
গণসংখ্যা কত?
ক. ২৫ খ. ২৯ গ. ৫৪ ঘ.৭২
৩১। যে চলকের মান শুধু পূর্ণসংখ্যা হতে পারে, তাকে কী বলা হয়?
ক. অবিচ্ছিন্ন চলক
খ. বিচ্ছিন্ন চলক
গ. অবিন্যস্ত চলক
ঘ. বিন্যস্ত চলক
৩২। শ্রেণির উচ্চসীমা ও নিম্নসীমার গড়কে কী বলা হয়?
ক. শ্রেণিসীমা
খ. শ্রেণিব্যাপ্তি
গ. শ্রেণি ব্যবধান
ঘ. শ্রেণির মধ্যমান
৩৩। কোনো শ্রেণির ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন বালকের গড় ওজন ৫২ কেজি এবং অবশিষ্ট ১৫ জন বালিকার গড় ওজন ৪০ কেজি। শিক্ষার্থীদের গড় ওজন কত কেজি?
ক. ৪৬ খ. ৪৭
গ. ৪৮ ঘ. ৪৯
৩৪। কোনো পরিবারের খরচের পাই চিত্রে শিক্ষা খাতে ৪৫░ দেখানো আছে। ওই পরিবারের মোট খরচ ৩৬০০০ টাকা। শিক্ষার জন্য খরচ কত টাকা?
ক. ৪৫০০ টাকা
খ. ৩৬০০ টাকা
গ. ৮০০ টাকা
ঘ. ১০০ টাকা
৩৫। কোনো তথ্যের উপাত্তের সংখ্যা ১৪। মধ্যক পদ কোনটি?
ক. সপ্তম পদ
খ. সপ্তম ও অষ্টম পদের যোগফল
গ. অষ্টম ও নবম পদের যোগফল
ঘ. ১৪তম পদ

উত্তরং
গণিত
অধ্যায়-১১
২১. ঘ ২২. ঘ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. ঘ ২৭. গ ২৮. খ ২৯. ক ৩০. গ ৩১. খ ৩২. ঘ ৩৩. গ ৩৪. ক ৩৫. খ

সহকারী শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

Labels : #JSC-Math ,

Post a Comment