সপ্তম শ্রেনীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। নিচের কোনটি দ্বারা ছবি তোলা এবং ভিডিও করা যায়? ক. জি এসএম খ. মোবাইল ফোন গ. ডেক্সটপ ঘ. জিপিএস উত্তর: খ. মোবাইল ফোন ২। রাস্তাঘাট চিনতে গাড়ির ড্রাইভার কোনটি ব্যবহার করেন? ক. এপিএস খ. জিপিএস গ. নোটবুক ঘ. ই-মেইল উত্তর: খ. জিপিএস ৩। জিপিএস এখন কাজ করে কীভাবে? ক. অপটিক্যাল ফাইবারের মাধ্যমে খ. কেব্ল নেটওয়ার্কের মাধ্যমে গ. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ঘ. বিদ্যুত্ তরঙ্গের মাধ্যমে উত্তর: কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ৪। রেডিও ও টেলিভিশন ছাড়া গান শোনা যায়— i. কম্পিউটারে ii. মোবাইল ফোনে iii. ই-বুক রিডার নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii উত্তর: ক. i ও ii ৫। বই পড়ার জন্য কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়? ক. অ্যাক্রোবাট রিডার খ. ই-বুক রিডার গ. এডোব রিডার ঘ. মাইক্রো রিডার উত্তর: খ. ই-বুক রিডার ৬। নিচের কোনটি সামাজিক যোগাযোগ সাইট? ক. ইয়াহু খ. ফেসবুক গ. গুগল ঘ. ইউটিউব উত্তর: খ. ফেসবুক ৭। ই-চিকিত্সা কেন্দ্রে কিসের খোঁজ নেওয়া হয়? ক. শিক্ষকের খ. ডাক্তারের গ. চাকরির ঘ. বইয়ের উত্তর: খ. ডাক্তারের ৮। নতুন কণিকা নিউট্রিনো সম্পর্কে কোথা থেকে জানা যায়? ক. উইকিপিডিয়াতে খ. ই-মেইলে গ. নোটবুক ঘ. বুকরিডার উত্তর: ক. উইকিপিডিয়াতে ৯। ঘূর্ণিঝড় সম্পর্কে তাত্ক্ষণিক খবর পেতে আমরা কোন প্রযুক্তি ব্যবহার করব? ক. রেডিও খ. টেলিভিশন গ. বুক-রিডার ঘ. ইন্টারনেট উত্তর: ঘ. ইন্টারনেট ১০। ঘরে বসে বই কেনার অর্ডার দেওয়া হয় কিসের মাধ্যমে? ক. রেডিও খ. টেলিভিশন গ. বুক-রিডার ঘ. ইন্টারনেট উত্তর: ঘ. ইন্টারনেট ১১। অ্যালার্ম, ডেস্ক ক্যালেন্ডার প্রভৃতি সুবিধা আমরা কোন যন্ত্রের সাহায্যে পেতে পারি? ক. মোবাইল খ. রেডিও গ. বুক-রিডার ঘ. ইন্টারনেট উত্তর: ক. মোবাইল ১২। দৈনিক জীবনে আমরা প্রতি মুহূর্তে কী ব্যবহার করি? ক. সামাজিক প্রযুক্তি খ. যোগাযোগ প্রযুক্তি গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঘ. তথ্য প্রযুক্তি উত্তর: গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১৩। ই-মেইল ব্যবহার করে কী করা যায়? ক. গান শোনা যায় খ. ছবি আঁঁকা যায় গ. চিঠিপত্রের উত্তর দেওয়া হয় ঘ. বই পড়া যায় উত্তর: গ. চিঠিপত্রের উত্তর দেওয়া হয় ১৪। কোন যানবাহনটি চালক ছাড়াই চালানো সম্ভব হচ্ছে? ক. প্রাইভেট কার খ. উড়োজাহাজ গ. মোটরবাইক ঘ. রিক্সা উত্তর: খ. উড়োজাহাজ।
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

Share this

Related Posts

Previous
Next Post »

1 মন্তব্য(গুলি):

Write মন্তব্য(গুলি)
১৬ ফেব্রুয়ারী, ২০২১ এ ৭:৩৭ AM delete

🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬❤🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

Reply
avatar