গণিত
মোহাম্মদ আসাদুজ্জামান
সহকারি শিক্ষক (গণিত)
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
প্রিয় শিক্ষার্থীরা, আজ অধ্যায়-১ থেকে বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায় - ১
১. নিচের কোনটি ৪ ক্রমের ম্যাজিক সংখ্যা ?
ক. ২৮ খ. ৩১ গ. ৩৪ ঘ. ৩৭
২. ৫০ এর দুইটি বর্গের সমষ্টি নিচের কোনটি ?
ক. ১২ + ৭২ খ. ২২ + ৫২
গ. ৩২ + ৩৩ ঘ. ৪২ + ৫২
৩. ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ... ... সংখ্যাগুলোকে কী সংখ্যা বলা হয় ?
ক. স্বাভাবিক খ. মৌলিক
গ. ফিবোনাক্কি ঘ. পূর্ণ
৪. সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি ?
ক. ০ খ. ১ গ. ২ ঘ. ৩
৫. ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে কোন ধরনের সংখ্যা বাছাই করা হয় ?
ক. মৌলিক খ স্বাভাবিক গ. পূর্ণ ঘ. মূলদ
৬. ক স্বাভাবিক সংখ্যা হলে -
i. ২ক জোড় সংখ্যা
ii. (২ক + ১) বিজোড় সংখ্যা
iii. (ক + ১) সর্বদাই বিজোড় সংখ্যা
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ.i ও iiiগ.iiও iiiঘ. i , iiও iii
৭. ২, ৫, ১০, ১৭, ... ... ...প্যাটার্নটির সাধারন পদ কোনটি ?
ক. ৩ ক - ১ খ. ক২ + ১
গ. ক২ - ১ ঘ. ৪ ক-১
৮. ১, ৩, ৫, ৭, ... ... ... তালিকার ৫০ তম সংখ্যা কোনটি ?
ক. ৪৯ খ. ৫১ গ. ৮২ ঘ. ৯৯
৯. ১ থেকে ১০০ পর্যন্ত কয়টি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি হিসেবে প্রকাশ করা যায় ?
ক. ৩৪ খ. ৪৪ গ. ৫৪ ঘ. ৬৪
১০. ৪খ + ৩ প্যাটার্নে ৫ম পদ কোনটি ?
ক. ১৯ খ. ২৩ গ. ২৭ ঘ. ৩১
একটি তালিকায় সংখ্যাগুলো হলো : ২, ৪, ৬, ৮, ... .... ... ২০
উপরের তথ্যের আলোকে (১১-১৩) নং প্রশ্নের উত্তর দাও ঃ
১১. তালিকার ৭ম পদ কোনটি ?
ক. ১০ খ. ১২ গ. ১৪ ঘ. ১৬
১২. তালিকার পদ সংখ্যা কত ?
ক. ৮ খ. ১০ গ. ১৮ ঘ. ২০
১৩. তালিকায় প্রদত্ত সংখ্যাগুলোর সমষ্টি কত ?
ক. ৮০ খ. ৯০ গ. ১০০ ঘ. ১১০
১৪. সংখ্যা প্যাটার্নের রাশি ২ক - ১ হলে, এর ১ম ১০০ টি পদের যোগফল কত ?
ক. ১০০ খ. ১০০০ গ. ১০০০০ ঘ.১০০০০০
১৫. স্বাভাবিক সংখ্যার প্যাটার্নে -
i. ১ হতে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪ টি
ii. ১, ৫, ৮, ১০, ... ... এর পরবর্তী সংখ্যা ১৩
iii.৯, ১২, ১৫, ১৮, ... ... এর রাশি ৩ক + ৬
নিচের কোনটি সঠিক ?
ক. i ও iiখ.i ও iii গ.ii ও iii ঘ. i , iiও iii
উত্তরঃ ১.গ ২. ক ৩. গ ৪. গ ৫. ক ৬. ক ৭. খ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. গ ১২. খ ১৩. ঘ১৪. গ ১৫. খ
EmoticonEmoticon