মেডিক্যাল কলেজ ভর্তি প্রস্তুতি

প্রাণিবিজ্ঞান
প্রাণির বিভিন্নতা ও
শ্রেণী বিন্যাস
   প্রতিসাম্য
    উদাহরণ
গোলীয় প্রতিসাম্য বা বর্তুলাকার প্রতিসাম্য/spherical symmetry     
 Volvox, radiolaria, helioza প্রভৃতি এককোষী প্রাণী
অরীয় প্রতিসাম্য/ radial symmetry
হাইড্রা, জেলিফিশ, সী এনিমন(metridium)
   দ্বি অরীয় প্রতিসাম্য(biradial)
Ctenophora জাতীয় প্রাণীর দেহ, যেমন ceoplara
অপ্রতিসাম্য
সপঞ্জ, শামুক(pila globosa)প্রাণিবৈচি
ত্র্য ৩ প্রকার-
১ জিনগত বৈচিত্র্য ২ প্রজাতিগত বৈচিত্র্য    
৩ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
খণ্ডকায়ন
১ অপ্রকৃত খণ্ডকায়ন- বাহ্যিক বা অভ্যন্তরীন খণ্ডকায়ন, যেমন- মানুষের কশেরুকা বা স্নায়ুগ্রন্থি।
২ প্রকৃত খণ্ডকায়ন- বাহ্যিক বা অভ্যন্তরীন উভয় ধরণের খণ্ডকায়ন, যেমন- কেঁচো।
সিলোম
Å সিলোম হল দেহগহবর যা মেসোডার্ম উদ্ভূত ও পেরিটোনিয়াম আবৃত।
Åঅসিলোমেট- সিলোমবিহীন, ব্লাস্টোসিল বা অন্তঃস্থ ফাকা স্থান প্যারেনকাইমা কোষে পরিপূর্ণ।
Porifera, Cnidaria,Ctenophora, Platyhelminthes পর্ব প্রাণীরা, যেমন Hydra, Fasciola hepatica ( যকৃত কৃমি)
Å স্যুডোসিলোমেট/ অপ্রকৃত সিলোমেট- Nematoda, Rotifera, Kinorhyncha পর্বভুক্ত প্রাণী, উদাহরণ Loa Loa ( চোখ কৃমি)
Å ইউসিলোমেট/ প্রকৃত সিলোমেট- Mollusca,  Annelida, Arthropoda, Echinodermata, Hemichordata, Chordata   উদা- কেঁচো, মশা, সমুদ্রতারা

শ্রেণীকরণ
Å শ্রেণীকরণের আবশ্যিক ধাপ/র্যাঙ্ক/ক্যাটাগরি- ৭ টি
Åদ্বিপদ নামকরণ করেন-সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস
Å ত্রিপদ নামকরণ করেন- পাখিবিজ্ঞানী Schlegel যা ICZN  স্বীকৃত
Å প্রাণীজগতে সর্বমোট ৩৩ টি পর্ব রয়েছে।
পর্ব
 বৈশিষ্ট্য    
Cnidaria
প্রজাতি সংখ্যা=১০২০৩
জেলিফিশ  
দ্বিস্তরী- বাইরের স্তরঃ এপিডার্মিস, ভেতরের স্তরঃ এণ্ডোডার্মিস    উভয় স্তরের মাঝে নিডোসাইট নামক বিপুল সংখ্যক কোষ থাকে, যা নেমাটোসিস্ট বহন করে

সিলেণ্টেরণ- পরিপাক সংবহন গহ্বর বা Gastro Vascular Cavity  মুখ ও পায়ুছিদ্র একই

সাইফুল সায়েম, শিক্ষার্থীশহীদ সোহ্রাওয়ার্দী মেডিক্যাল কলেজ

Share this

Related Posts

Previous
Next Post »