২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-৭৪
গণিত পাটীগণিত : প্রথম অধ্যায়
- See more at: http://m.dailynayadiganta.com/detail/news/120719#sthash.oNjgZJMT.dpufসুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের পাটীগণিতের ‘অনুশীলনীÑ১’ থেকে ১৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৫। প্যাটার্নের (২ক+১) রাশির ক্ষেত্রে ৪র্থ পদ কত?(ক) ৬ (খ) ৭ (গ) ১১ (ঘ) ৯ ১৬। Erathothenes-এর পদ্ধতি অনুসারে মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দেয়ার পর যে সংখ্যাগুলো থাকে তাদের প্রকৃতি কী? (ক) মৌলিক (খ) যৌগিক (গ) জোড় (ঘ) বেজোড় ১৭। ফিবোনাক্কি প্যাটার্নের ৩য় সংখ্যাটি কত?(ক) ০ (খ) ১ (গ) ২ (ঘ) ৩১৮। ৩, ৮, ১১, ১৬, ১৯,......... এর পরবর্তী সংখ্যাটি কী?(ক) ২৩ (খ) ২৪ (গ)২৫ (ঘ) ২৬ ১৯। Erathothenes ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা পেতে হলে কোন সংখ্যার গুণিতকগুলো কেটে দিতে হয়?(ক) জোড় (খ) বেজোড় (গ) মৌলিক (ঘ) যৌগিক ২০। প্যাটার্নের (৪ক + ৩) রাশির ক্ষেত্রে ১ম পদ কত?(ক) ৫ (খ) ৬ (গ) ৭ (ঘ) ৮ ২১। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত?(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪ ২২। নিচের কোন তালিকাটি বেজোড় সংখ্যার প্যাটার্ন নির্দেশ করছে ?(ক) ১, ৩, ৫, ৭, ৯,...... (খ) ২, ৪, ৬, ৮, ১০, ১২,.......(গ) ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭,...... (ঘ) ১৯, ২৪, ২৮, ২৯,.......২৩। নিচের কোন সংখ্যাটিকে ২টি বর্গের সমষ্টিরূপে লেখা যায় না?(ক) ৭ (খ) ৮ (গ) ৫ (ঘ) ১০ ২৪। কোনো প্যাটার্নের বীজগাণিতিক রাশি (৪ক+১) হলে প্যাটার্নটির পঞ্চম পদ কত?(ক) ১৩ (খ) ২১ (গ) ২৮ (ঘ) ৩৬২৫। কী পদ্ধতিতে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় ?(ক) পিথাগোরীয় (খ) ইরাটোস্থিনিস(গ) ইউকিড (ঘ) নিউটনের ২৬। ২, ৩, ৫, ৭, ১১,..... কিসের তালিকা ?(ক) জোড় সংখ্যা (খ) বেজোড় সংখ্যা(গ) মৌলিক সংখ্যা (ঘ) যৌগিক সংখ্যা ২৭। সর্বপ্রথম মৌলিক সংখ্যা কত?(ক) ৭ (খ) ৫ (গ) ৩ (ঘ) ২ ২৮। ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪,....... কিসের প্যাটার্ন?(ক) ইরাটোস্থিনিস (খ) ফিবোনাক্কি (গ) ইউকিড (ঘ) নিউটনের ২৯। ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্নের ৪র্থ সংখ্যাটি কত?(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪৩০। ফিবোনাক্কি সংখ্যা প্যার্টানের ১১ তম সংখ্যাটি কত ?(ক) ২১ (খ) ৩৪? (গ) ৫৫ (ঘ) ৮৯ উত্তর : ১৫. ঘ ১৬.ক ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. গ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. গ ২৭. ঘ ২৮. খ, ২৯. খ, ৩০. গ।