Posts


প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
ইংরেজি
মো. জসিম উদ্দীন বিশ্বাস, প্রভাষকইংরেজি বিভাগ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।
Unit-1, Lesson: (4, 5)
Sima and Tamal are in the Town Hall Language Club. They come to the club to practise speaking English. They listen to CDs and watch DVDs in English, or speak English with friends. Today there is a new person in the club. He is a young man. He is reading a book about Bangladesh.
Samia      :     Look, kamal! Who’s that gentleman? Do you know him?
Tamal      :     Yes. That’s Andy smith. He’s working with an NGO here. I met him yesterday at the bookshop.
Samia      :     Maybe we can practise our English with him.
Tamal      :     Good idea.  I’ll introduce you to him. Come with me.
Vocabulary:
Come- (v) আসা, language – (n) ভাষা, Practise – (v) অনুশীলন করা, – speak (v) কথা বলা, listen- (v)- শ্রবণ করা, Watch –(v) দেখা, introduce- (n) পরিচয় করিয়ে দেয়া.
অনুবাদ ঃ
সিমা এবং তমাল টাউন হল ল্যাংগুয়েজ ক্লাবে। তারা ক্লাবে ইংরেজি বলা চর্চা করতে আসে। তারা ইংরেজিতে সিডি শুনে ও ডিভিডি দেখে, অথবা বন্ধুদের সাথে ইংরেজি বলে। আজ ক্লাবে একজন নতুন লোক রয়েছে। সে একজন যুবক বয়সের। সে বাংলাদেশের সম্পর্কে একটি বই পড়ছে।
সিমাঃ দেখ, তমাল ! ঐ ভদ্রলোকটি কে? একটি বই পড়ছে।
তমালঃ হ্যাঁ। তিনি এন্ডি স্মিথ। এখানে তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করছেন। গতকাল বইয়ের দোকানে তার সাথে সাক্ষাত হয়েছিল।
সিমাঃ মনে হয় আমরা তার সাথে আমাদের ইংরেজি চর্চা করতে পারি।
তমাল ঃ ভাল কথা। আমি তার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। আমার সাথে এস।
 
2. Match the words of the column A with their meaning that is mentioned in the text in the column B (extra two
are given in column B)                            1×5=5
Column A               Column B
(a)  Often
(b) Practice
(c) Listen
(d) Friend
(e) Speak (i) a close mate
(ii) to express something
(iii) exercise
(iv) a person whom you hate.
(v) to give attention to somebody or something
(vi) many times
(vii) to walk for a long time.
Answer to the question number -2:(a+vi),             Often- many times(b+ vi),      Practice- exercise(c+ vi),         Listen – to give attention to some body or something(d+ vi), Friend – a close mate(e+ vi),     Speak- to express something
 
Or, Fill in the blank with the correct words. 1×5=5
(a)  There is a Language Club ______ the Town Hall.
(b)   Tomal and Sima go to the Language Club to ______ English.
(c) Andy Smith ________ with an NGO.
(d) Andy Smith is a _____.
(e) There was __________ with the foreigner.
Answer: (a) in (b) lea
(c) works (d) foreigner (e) none
Labels :

Post a Comment