২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-৭৩
গণিত পাটীগণিত : প্রথম অধ্যায়উইল্স লিট্ল ফাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, কাকরাইল, ঢাকা
সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের পাটীগণিতের ‘অনুশীলনীÑ১’ থেকে ১৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। ৩, ১০, ১৭, ২৪, ৩১ তালিকার পরবর্তী সংখ্যাটি কী?
(ক) ৩৮ (খ) ৩৫ (গ) ৩১ (ঘ) ৩৭
২। মৌলিক সংখ্যার গুণিতক কেটে মৌলিক সংখ্যা বের করার পদ্ধতির নাম কী?
(ক) পিথাগোরাসের পদ্ধতি
(খ) ইরাটোস্থিনিসের পদ্ধতি
(গ) গ্লাভোÑদ্যা প্লাটিনির পদ্ধতি
(ঘ) ইউকিডের পদ্ধতি
৩। ৪ ক্রমের ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যার মান কত হবে?
(ক) ৩০ (খ) ৩২ (গ) ৩৪ (ঘ) ৩৬
৪। নিচের কোন সংখ্যাকে ২টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায় না?
(ক) ৫ (খ) ৮ (গ) ১৩ (ঘ) ২১
৫। ১ থেকে ১০০ এর মধ্যে কয়টি সংখ্যাকে ২টি বর্গের যোগফল হিসাবে প্রকাশ করা যায়?
(ক) ৩০ (খ) ৩৪ (গ) ৩৮ (ঘ) ৪২
৬। ২,৪,৬,৮,১০ ........ তালিকার পরবর্তী সংখ্যাটি পেতে হলে ১০ এর সাথে কত যোগ হবে ?
(ক) ২ (খ) ৪ (গ) ৬ (ঘ) ৮
৭। ২০ = ক২ + খ২ হলে ক, খ এর মান কত?
(ক) ৩,৫ (খ) ২,৪ (গ) ২,৩ (ঘ) ৪,৫
৮। ইরাটোস্থিনিসের পদ্ধতি অনুসারে কোন সংখ্যা বের করা যায়?
(ক) যৌগিক (খ) জোড়
(গ) বেজোড় (ঘ) মৌলিক
৯। ১, ২, ৩, ৪, ৫, ৬,........ তালিকাটি কোন প্যাটার্ন অনুসরণ করে?
(ক) স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন
(খ) ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন
(গ) ইউকিড সংখ্যার প্যাটার্ন
(ঘ) পিথাগোরীয় সংখ্যার প্যাটার্ন
১০। ম্যাজিক বর্গ নির্মাণে নিচের কোন প্যাটার্নের সংখ্যাগুলো ব্যবহার করা হয়?
(ক) স্বাভাবিক ক্রমিক সংখ্যার
(খ) ফিবোনাক্কি সংখ্যার
(গ) ইউকিড সংখ্যার
(ঘ) পিথাগোরীয় সংখ্যার
১১। প্রথম ১০টি বেজোড় সংখ্যার যোগফল কত?
(ক) ১০২ (খ) ১০৩ (গ) ৯২ (ঘ) ৯৩
১২। ৩ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি কী?
(ক) ১০ (খ) ১৫ (গ) ২০ (ঘ) ২২
১৩। ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন নিচের কোনটি?
(ক) ২, ৩, ৪, ৫, ৬, ৭,......
(খ) ০, ১, ১, ২, ৩, ৫, ৮,......
(গ) ৪, ৬, ৮, ৯, ১২, ১৫,......
(ঘ) ১, ৫, ৭, ১১, ১৩,.......
১৪। ৩ ক্রমের ম্যাজিক বর্গ নির্মাণে কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে নিচের কোন সংখ্যাটি বসাতে হবে?
(ক) ৪ (খ) ৭ (গ) ৫ (ঘ) ৮
উত্তর : ১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬.ক ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. ক ১২. খ ১৩. খ ১৪. গ