প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
১। দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা মানুষ কোন সময় থেকে অনুভব করছে?
ক. সুপ্রাচীনকাল
খ. আধুনিককাল
গ. একাদশ শতাব্দীতে
ঘ. চতুর্দশ শতাব্দীতে
উত্তর: ক. সুপ্রাচীনকাল।
২। ঘটনা কয় প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
উত্তর: ক. ২ প্রকার।
৩। লেনদেন শব্দটির অভিধানগত অর্থ কী?
ক. প্রতিদান খ. দান
গ. গ্রহণ ও দান ঘ. বিনিময়
উত্তর: গ. গ্রহণ ও দান।
৪। প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি পক্ষ জড়িত থাকে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর: ক. ২।
৫। যে ঘটনার দ্বারা প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিবর্তন হয় তাকে কী বলে?
ক. ঘটনা খ. লেনদেন
গ. হিসাব ঘ. ডেবিট ও ক্রেডিট
উত্তর: খ. লেনদেন।
৬।‘স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র’ কিসের বৈশিষ্ট্য?
ক. জাবেদা খ. হিসাববিজ্ঞান
গ. লেনদেন ঘ. হিসাবরক্ষণ
উত্তর: গ. লেনদেন।
৭। হিসাব সমীকরণটি হলো—
ক. A=L+E খ. A+L=E
গ. A=L-E ঘ. L-E=A
উত্তর: ক. A=L+E।
৮।A=L+E সমীকরণেA উপাদানটি কী নির্দেশ করে?
ক. মোট সম্পদ খ. নিট লাভ
গ. মোট দায় ঘ. স্থায়ী সম্পদ
উত্তর: ক. মোট সম্পদ।
৯। হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি?
ক. A=L+E
খ. A=A+(C+I-E)
গ. A=L+(C+R-E-D)
ঘ. A=E
উত্তর: গ. A=L+(C+R-E-D)।
১০। মালিকানা স্বত্বকে কয়টি উপাদান প্রভাবিত করে?
ক. ৫টি খ. ৪টি গ. ৩টি ঘ. ২টি
উত্তর: খ. ৪টি।
১১। চালান প্রস্তুত করেন কে?
ক. ক্রেতা খ. বিক্রেতা
গ. ফরমায়েশ দাতা ঘ. স্বত্বাধিকার
উত্তর: খ. বিক্রেতা।
১২। ক্যাশমেমো কত কপি তৈরি করা হয়?
ক. ২ কপি খ. ৩ কপি
গ. ৪ কপি ঘ. ৫ কপি
উত্তর: খ. ৩ কপি।
১৩। ক্যাশমেমোর মূলকপি কে সংরক্ষণ করে?
ক. ক্রেতা খ. বিক্রেতা
গ. ব্যবস্থাপক ঘ. ক্যাশিয়ার
উত্তর: ক. ক্রেতা।
১৪। ভাউচার কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
উত্তর: ক. ২ প্রকার।
১৫। ডেবিট ভাউচার কে অনুমোদন করেন?
ক. বিক্রেতা খ. উৎপাদক
গ. ক্যাশিয়ার ঘ. ব্যবস্থাপক
উত্তর: ক. বিক্রেতা।
১৬। সকল প্রকার ভাউচার কে অনুমোদন করেন?
ক. বিক্রেতা খ. হিসাবরক্ষক
গ. ক্যাশিয়ার ঘ. ব্যবস্থাপক
উত্তর: ঘ. ব্যবস্থাপক।
১৭। ক্রেডিট নোট কে তৈরি করেন?
ক. ক্রেতা খ. বিক্রেতা
গ. পরিচালক ঘ. ভোক্তা
উত্তর: খ. বিক্রেতা।
১৮।A = L + E সমীকরণটিরE উপাদানটি কী নির্দেশ করে?
ক. সম্পদ খ. মালিকানা স্বত্ব
গ. দায় ঘ. মুনাফা
উত্তর: খ. মালিকানা স্বত্ব।
১৯। অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে উৎপত্তি—
ক. হিসাবের খ. লেনদেনের
গ. ব্যবসায়ের ঘ. সমীকরণের
উত্তর: খ. লেনদেনের।