মোহাম্মদ মুরাদ হোসেন সরকার
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা।
জে এস সি
জে.এসসি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। তোমাদের জন্যে আজ পাটিগণিতের উপর বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হল।
এগুলো চর্চা কর পরদিন উত্তর মিলিয়ে নিও।
Erathothenes ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা পেতে হলে কোন সংখ্যার গুণিতকগুলো কেটে দিতে হয়?
ক. জোড় খ. বিজোড় গ. মৌলিক ঘ. যৌগিক
সর্বপ্রথম মৌলিক সংখ্যা কত?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৫
৩. ৫ মাইল কত গজ?
ক.৮৮০ গজ খ.১০০০ গজ
গ.৫০০০ গজ ঘ.৮৮০০ গজ
৪. i. ১ থেকে ১৯ পর্যন্ত ৯টি বিজোড় সংখ্যা
ii.৮২ + ৬২ = ১০০
iii.২৯টি একটি মৌলিক সংখ্যা
উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৫. ৫২ + ৭২ = কত?
ক. ১৭ খ. ২৪ গ.৩৯ ঘ. ৭৪
৬. ১১ সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
ক.মৌলিক সংখ্যা খ.যৌগিক সংখ্যা
গ. জোড় সংখ্যা ঘ.মিশ্র ভগ্নাংশ সংখ্যা
৭. স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র নিচের কোনটি?
৮. ৫০ দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশিত রূপ-
i. ১২ + ৭২ ii. ৫২ + ২০২ iii. ৫২ + ৫২
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯.১০০ এয়র = কত হেক্টর?
ক.১ হেক্টর খ.২ হেক্টর গ. ১০ হেক্টর ঘ. ৫০ হেক্টর
১০. আয়তাকার ঘনবস্তুর আয়তন = কি?
ক.দৈর্ঘ্য / প্রস্থ / উচ্চতা খ দৈর্ঘ্য ´ প্রস্থ + উচ্চতা
গ.দৈর্ঘ্য + প্রস্থ + উচ্চতা ঘ. ক্ষেত্রফল ´ উচ্চতা
১১. ১ গজ = কত ইঞ্চি?
ক.৩ ইঞ্চি খ. ৩ ফুট গ. ৫ ফুট ঘ. ৩৬ ইঞ্চি
১২. মুনাফা = ?
ক. আসল ´ মুনাফার হার ´ সময়
খ. আসল ´ মুনাফার হার
গ. আসল ´ সময়
১৩., ৫% হার মুনাফায় ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?
ক. ১৫১ টাকা খ.১৫০ টাকা
গ. ১৬০ টাকা ঘ. ১৪০ টাকা
১৪. মুনাফা-আসল A, মূলধন P এবং মুনাফা I হলে নিচের কোনটি সঠিক?
ক. A = P - I খ.
গ.A = P ´ I ঘ. A = P + I
উত্তর আগামীকাল
1 মন্তব্য(গুলি):
Write মন্তব্য(গুলি)ডিনাজপুর বোর্ডের জন্য কিছু অংকের ধারনা দিন যে এভাবে আসতে পারে । দিলে খুশি হতাম ।
ReplyEmoticonEmoticon