Posts

পর্বসংখ্যা-১৪

২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-১৪

কৃষিশিক্ষা প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়
সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের কৃষিশিক্ষা বিষয়ের ‘প্রথম অধ্যায় : বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট’ থেকে আরো ২টি ও ‘অধ্যায় দুই : কৃষি প্রযুক্তি’ থেকে ৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো ।
প্রথম অধ্যায় : বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট
(২৮) কৃষি সম্প্রসারণ ট্রেনিং ইনস্টিটিউটকে সংক্ষেপে কী বলা হয়?
K) ATEI (L) AETI 
(M) AEIT (N) AIET 
(২৯) পশুচিকিৎসা ট্রেনিং ইনস্টিটিউটকে সংক্ষেপে কী বলে?
(K) VIT (L) VTI 
(M) IVT (N) VTEI 
উত্তর : (২৮) খ, (২৯) খ।
অধ্যায় দুই : কৃষি প্রযুক্তি 
(১) খুরারোগে পশুর দেহের কোন অঙ্গে ঘা হয়Ñ
(ক) ত্বকে (খ) অন্ত্রে 
(গ) মুখে (ঘ) কুঁজে
(২) গরুকে ইউরিয়া ও ঝোলাগুড় খাওয়ানোর উপায়Ñ
i) খড়ের সাথে মিশিয়ে 
i i) দানাদার খাদ্যের সাথে 
i i i) পানির সাথে মিশিয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও i i (খ) i ও i i i 
(গ) i i ও i i i (ঘ) i, i i ও i i i
(৩) রোগ প্রতিরোধের উত্তম পদ্ধতি হলোÑ
(ক) পৃথকীকরণ 
(খ) স্যানিটেশন 
(গ) টিকা দেয়া 
(ঘ) ভালো ব্যবস্থাপনা
(৪) বাদলা রোগ ছড়ায়Ñ
(ক) বাতাসের মাধ্যমে 
(খ) মলের মাধ্যমে
(গ) মাছির মাধ্যমে 
(ঘ) পানির মাধ্যমে
উত্তর : ১. গ, ২. খ, ৩. খ, ৪. খ
Labels :

Post a Comment