জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা
বাংলা প্রথমপত্র
অনুধাবনমূলক
গদ্য : বাংলা নববর্ষ (প্রবন্ধ)
প্রশ্ন-১। বাঙালি তার সংস্কৃতির ওপর আঘাত সহ্য করেনি কেন? — ব্যাখ্যা কর।
উত্তর: নিজ সংস্কৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় বাঙালি হূদয় ছিল পূর্ণ। তাই তারা নিজ সংস্কৃতির ওপর আঘাত সহ্য করেনি। পাকিস্তান সরকার চেয়েছিল বাঙালি জাতিকে ধ্বংস করে দিতে। এ জন্য তারা বাঙালির সংস্কৃতির ওপর আঘাত হেনেছিল। কিন্তু বাঙালি জাতি ছিল তার নিজস্ব সংস্কৃতির প্রতি একনিষ্ঠ। নিজ দেশের প্রতি, নিজ সংস্কৃতি প্রতি এই ভালোবাসার জন্যই বাঙালি তার সংস্কৃতির ওপর আঘাত সহ্য করেনি।
প্রশ্ন-২। পাকিস্তান আমলে বাঙালিকে নববর্ষ পালন করতে দেয়া হয়নি কেন? বুঝিয়ে লেখ।
উত্তর: বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার জন্য পাকিস্তান সরকার বাঙালিকে নববর্ষ পালন করতে দেয়নি। পাকিস্তান সরকার চেয়েছিল বাংলাদেশের তথা বাঙালির স্বাধীনতা ছিনিয়ে নিতে। তাই নানা দিক থেকে বাঙালিকে আক্রমণ করেছে, শোষণ করেছে। বাঙালির ভাষা, সংস্কৃতির ওপর তারা আঘাত করেছে প্রথম। তাদের এ ঘৃণ্য ষড়যন্ত্রের কারণেই তারা বাঙালিকে নববর্ষ পালন করতে দেয়নি।
প্রশ্ন-৩। নববর্ষকে সকল দেশের সকল জাতির আনন্দ উত্সবের দিন বলা হয়েছে কেন? — ব্যাখ্যা কর।
উত্তর: সকল মানুষের সুখ শান্তি ও কল্যাণের প্রত্যাশা এবং নতুন বছরের সূচনার আনন্দের জন্য নববর্ষকে সকল জাতির আনন্দ উত্সবের দিন বলা হয়েছে। বিশ্বের প্রতিটি দেশের মানুষই নববর্ষ পালন করে। পুরোনো বছরে দুঃখ, গ্লানি, হতাশা মুছে ফেলে নতুনকে আহ্বান জানায়। নতুনের আনন্দে জীবন হয়ে ওঠে রঙিন। সকলের সুখ শান্তি ও কল্যাণের প্রত্যাশায় ও নতুনকে বরণ করে নেওয়ার উল্লাসে মেতে ওঠে সবাই। আর তাই নববর্ষ সকলের জন্য আনন্দের দিন।
প্রশ্ন-৪। নববর্ষের উত্সব বিশাল থেকে বিশালতর হয়ে উঠছে কীভাবে? — ব্যাখ্যা কর।
উত্তর: বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে ও তাদের আনন্দ উল্লাসে নববর্ষের উত্সব বিশাল থেকে বিশালতর হয়ে উঠছে। নববর্ষ এখন আর কোন বিশিষ্ট সীমার মধ্যে আবদ্ধ নয়। বরং তা ছড়িয়ে পড়েছে সারাদেশের প্রতিটি মানুষের মধ্যে। প্রত্যন্ত এলাকার মানুষও আজ নিজেকে রাঙায় নববর্ষের আনন্দে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে নানাভাবে পালিত হয় নববর্ষের উত্সব। প্রতিটি গ্রাম, প্রতিটি শহর যেন পরিণত হয় মানুষের মিলনমেলায়।
প্রশ্ন-৫। রাজধানী ঢাকায় নববর্ষের দ্বিতীয় প্রধান আকর্ষণ কী? কেন? — ব্যাখ্যা কর।
উত্তর: রাজধানী ঢাকায় নববর্ষের দ্বিতীয় প্রধান আকর্ষণ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ছাত্র-ছাত্রীদের মঙ্গল শোভাযাত্রা। নববর্ষে রাজধানী ঢাকা পরিণত হয় লক্ষ লক্ষ মানুষের মিলনমেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করে এতে। এই শোভাযাত্রায় বর্ণাঢ্য মুখোশ, কার্টুন ইত্যাদি বহন করে ও নানা সাজে সেজে বাংলার মানুষ তাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে।
সুজাউদ্দৌলা
প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
EmoticonEmoticon