অধ্যায় -০২ লেনদেন সৃজনসীল -১ ক


১. মি. আশীষ কুমার চক্রবর্তী একজন ব্যবসায়ী। ২০১৪ সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায়ে নিম্ন লিখিত লেনদেন গুলো সংগঠিত হয়েছে-
ডিসেম্বর ০১ ২০০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন।
০২ জনতা ব্যাংকে ৫০০০ টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো।
০৫ ধারে পন্য ক্রয় ৫০০০ টাকা।
০৭ নগদে পন্য বিক্রয় ১৫০০০ টাকা
১০ ব্যাংক ব্যক্তিগত প্রয়োজনে ঋনগ্রহন ১০০০০ টাকা
১৫ ৩০০০ টাকার আসবাব পত্র ক্রয়ের ফরাময়েশ প্রদান।
ক. ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমুহ চিহ্নিত করে মোট পরিমান নির্নয় কর।
খ. ঘটনাসমুহ হতে নেলদেন চিহ্নিত সমীকরন পদ্ধতিতে তার কারন ব্যাখ্যা কর।
গ. বিবরনী ছকে হিসাব সমীকরনের ওপর লেনদেরে প্রভাব দেখাও।

ব্যবসায়িক লেনদেন নয়, এমন ঘটনা সমূহের মোট পরিমান নির্ণয় :

তারিখ
বিবরণ
বিস্তারিত টাকা
পরিমান টাকা
২০১৪ ডিসে.১০
,, ১৫
ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণগ্রহণ
সবাবপত্র ক্রয়ের ফরাময়েশ প্রদান
১০০০০
৩০০০

১৩০০০

Share this

Related Posts

Previous
Next Post »