নবম ও দশম শ্রেণির পড়াশোনা

নবম ও দশম শ্রেণির পড়াশোনা
বাংলা দ্বিতীয়পত্র
উক্তি পরিবর্তন
৮০১. পরোক্ষ উক্তিতে কোন ক্ষেত্রে ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে?
ক. প্রশ্ন জিজ্ঞাসায় √খ. চিরন্তন সত্যের বর্ণনায়
গ. অনুজ্ঞাসূচকভাবে ঘ. আবেগ প্রকাশে
৮০২. কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল পরিবর্তিত হয় না?
ক. প্রশ্ন জিজ্ঞাসায় √খ. চিরন্তন সত্যের উদ্ধৃতিতে
গ. অনুজ্ঞাসূচক উদ্ধৃতিতে ঘ. আবেগসূচক উদ্ধৃতিতে
৮০৩. প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিতে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে কী অনুসারে পরিবর্তন করতে হয়?
√ক. ভাব অনুসারে খ. বাচ্য অনুসারে
গ. অর্থ অনুসারে ঘ. উক্তি অনুসারে
৮০৪. হামিদ বলল, “তোমার আগামীকাল এসো।’’ -এর পরোক্ষ উক্তি কোনটি?
√ক. হামিদ তাদের পরদিন আসতে (বা যেতে) বলল
খ. হামিদ তাদের গতকাল আসতে (বা যেতে) বলল
গ. হামিদ তাদের আগামীকাল আসতে (বা যেতে) বলল
ঘ. হামিদ আমাদের পরদিন আসতে (বা যেতে) বলল
৮০৫. তিনি বললেন “দয়া করে ভিতরে আসুন।” - বাক্যটি কিসের উদাহরণ?
ক. কর্মবাচ্যের খ. পরোক্ষ উক্তির
√গ. প্রত্যক্ষ উক্তির ঘ. কর্তৃবাচ্যের
৮০৬. তিনি বললেন “দয়া করে ভিতরে আসুন”- এর উক্তি পরিবর্তনে কোনটি সঠিক?
ক. তিনি (আমাকে) ভেতরে যেতে বললেন
খ. তিনি (আমাকে) ভেতরে যেতে উপদেশ দিলেন
√গ. তিনি (আমাকে ভেতরে আসতে নির্দেশ দিলেন
ঘ. তিনি (আমাকে) ভেতরে যেতে অনুরোধ করলেন
৮০৭. লোকটি বলল, “বাঃ! পাখিটি তো চমৎকার।”- এর পরোক্ষ উক্তি কোনটি?
ক. লোকটি বলেছিল যে পাখিটি চমৎকার
খ. লোকটি আনন্দিত হয়েছিল সুন্দর পাখির জন্য
√গ. লোকটি আনন্দের সঙ্গে বলল যে, পাখিটি চমৎকার
ঘ. লোকটি বিস্মিত হয়ে বলল যে পাখিটি চমৎকার
৮০৮. শিক্ষক বললেন “চুপ কর’’।- এর পরোক্ষ উক্তি কোনটি?
ক. শিক্ষক চুপ করতে বললেন
খ. শিক্ষক বললেন যে, চুপ কর
√গ. শিক্ষক চুপ করার আদেশ দিলেন
ঘ. শিক্ষক চুপ করার অনুরোধ জানালেন
৮০৯. বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে- কোন উক্তি?
ক. পরোক্ষ উক্তি খ. স্বগতোক্তি
√গ. প্রত্যক্ষ উক্তি ঘ. নির্দয় উক্তি
৮১০. প্রত্যক্ষ উক্তিতে এখানে পরোক্ষ উক্তিতে কী হয়?
ক. ওখানে √খ. সেখানে গ. ঐখানে ঘ. এইখানে
৮১১. তিথি বলেছিল আমি জাফলং যাচ্ছি - এর পরোক্ষ উক্তি কী?
ক. তিথি বলেছিল যে সে জাফলং যাবে
√খ. তিথি বলেছিল যে সে জাফলং যাচ্ছে
গ. তিথি বলেছিল যে সে জাফলং যাচ্ছিল

ঘ. তিথি বলেছিল যে সে জাফলং গেল

উজ্জ্বল কুমার সাহাপ্রকাশ
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

Share this

Related Posts

Previous
Next Post »