প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২
১৮। সবৃদ্ধি মূল A, মূলধন P এবং মুনাফা I হলে নিচের কোনটি সঠিক?
K. A= P – I L. A =
M. A = P  1 N. A = P + I
১৯। শতকরা বার্ষিক কত হার মুনাফায় ৭০০ টাকার ৩ বছরের মুনাফা ৮৪ টাকা হবে?
ক. ১% খ. ২%
গ. ৩% ঘ. ৪%
২০। নিচের কোনটি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার সূত্র?
ক. Pnr খ. P(1 + r)n – P
গ. P - P(1 + r)n ঘ. (1 + r)n
অধ্যায়-৩
১। কোন শতাব্দীতে পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতির প্রবর্তন হয়?
ক. ষষ্ঠদশ খ. সপ্তদশ
গ. অষ্টাদশ ঘ. ঊনবিংশ
২। ১ একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
ক. ১ একক খ. ১ বর্গ একক
গ. ২ একক ঘ. ২ বর্গ একক
৩। ৬ মি. ৮ ডেসি মি. ৭ সে.মি. = কত মি.মি.?
ক. ৬৮৭ মি.মি. খ. ৬০৮৭ মি.মি.
গ. ৬৮৭০ মি.মি. ঘ. ৬৮৭০০ মি.মি.
৪। ল্যাটিন ভাষায় মি.লি. অর্থ কী?
ক. দশমাংশ খ. শতাংশ
গ. সহস্রাংশ ঘ. অযুতাংশ
৫। ১ ইঞ্চি = কত সে.মি.?
ক. ২.৫৪ সে.মি. খ. ৪.২৫ সে.মি.
গ. ৫.৪২ সে.মি. ঘ. ২৫.৪ সে.মি.
৬। ১ কুইন্টাল = কত কিলোগ্রাম?
ক. ১০ কি.গ্রা. খ. ১০০ কি.গ্রা.
গ. ১০০০ কি.গ্রা. ঘ. ১০০০০ কি.গ্রা.
৭। একটি ঘনবস্তুর দৈর্ঘ্য ১ মিটার, প্রস্থ ১ মিটার ও উচ্চতা ১ মিটার হলে আয়তন কত?
ক. ১ মিটার খ. ১ বর্গমিটার
গ. ১ ঘনমিটার ঘ. ৩ ঘনমিটার
৮। একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৫০০ বর্গ সে.মি. এবং উচ্চতা ২৫ সে.মি. হলে ভূমির দৈর্ঘ্য কত?
ক. ১০ সে.মি. খ. ২০ সে.মি.
গ. ৩০ সে.মি. ঘ. ৪০ সে.মি.
৯। একটি ঘরের দৈর্ঘ্য ৩০ মিটার এবং প্রস্থ ২০ মিটার ১৫ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?
ক. ৬০৪৫ বর্গমিটার
খ. ৬০৪.৫ বর্গমিটার
গ. ৬০.৪৫ বর্গমিটার
ঘ. ৫০.১৫ বর্গমিটার
১০। একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. এবং উচ্চতা ১ মিটার হলে এর আয়তন কত?
ক. ২.৫০ মিটার খ. ২.৫০ বর্গমিটার
গ. ৩.০ বর্গমিটার ঘ. ৩.০ ঘনমিটার
১১। ১ ঘনমিটার = কত লিটার?
ক. ১০০০ লিটার খ. ১০০ লিটার
গ. ১০ লিটার ঘ. ১ লিটার
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গণিত: সঠিক উত্তর
অধ্যায়-২
১৮. ঘ ১৯. ঘ ২০. খ।
অধ্যায়-৩
১. গ ২. খ ৩. গ ৪. গ ৫. ক ৬. খ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. ক।
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

Share this

Related Posts

Previous
Next Post »