বহু নির্বাচনী প্রশ্ন
শামীমা ইয়াসমিন, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা
উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
করিম চুঁচুড়ায় ফরাসি বণিকদের নিয়ন্ত্রিত এক কারখানায় কাজ করত। প্রথমে করিমের সংসার কোনো রকমে কষ্টের মধ্য দিয়ে চললেও শায়েস্তা খানের আমলে সে ন্যূনতম ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলে। এর কারণ শায়েস্তা খানের কর্মচারীদের শোষণ ও অর্থলিপ্সা।
১। উদ্দীপকে বাণিজ্যিক দল কোথা থেকে এ দেশে এসেছিল?
ক. আফ্রিকা খ. ইউরোপ
গ. ওশেনিয়া ঘ. আমেরিকা
২। উদ্দীপকে শায়েস্তা খানের অর্থলিপ্সার কথা বলা হয়েছে। তাঁর দৈনিক আয় নিচের কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. দুই লাখ টাকা খ. আড়াই লাখ টাকা
গ. তিন লাখ টাকা
ঘ. চার লাখ টাকা
৩। মুসলিম লীগ দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তির ফর্মুলা প্রদান করে—
ক. ১৯৩৯ সালে খ. ১৯৪০ সালে
গ. ১৯৪২ সালে ঘ. ১৯৫৭ সালে
৪। মুক্তিযুদ্ধকালীন গঠিত উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন—
i. মওলানা ভাসানী ও মণি সিংহ
ii. শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমেদ
iii. মোজাফফর আহমেদ ও মনোরঞ্জন ধর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫। মুক্তিযুদ্ধের সময় ৫ নম্বর সেক্টর অবস্থিত—
i. সিলেট জেলার পশ্চিম অঞ্চল
ii. বরিশাল ও পটুয়াখালী জেলা
iii. ডাইকি সড়ক থেকে সুনামগঞ্জ-ময়মনসিংহ সড়ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬। রাজাকারদের দেশবিরোধী বলার কারণ—
i. পাক সেনাদের সঙ্গে একাত্মতা
ii. হত্যা, লুট, অগ্নিকাণ্ড ও নারী নির্যাতন
iii. মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী বাঙালিদের হত্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৭। ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা ভাষায় অবদানের জন্য যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়—
i. বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেছেন
ii. ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনা করেছেন
iii. আঞ্চলিক ভাষার অভিধান সংকলন করেছেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৮। প্রাচীন বাংলার পুণ্ড্রনগরী বর্তমানে কোনটি নির্দেশ করে?
ক. পশ্চিমবঙ্গ
খ. দক্ষিণবঙ্গ
গ. উত্তরবঙ্গ ঘ. পূর্ববঙ্গ
৯। চর্যাপদ বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হওয়ার যৌক্তিকতা কী?
ক. বাংলা সাহিত্যের প্রাচীন ইতিহাস
খ. বাংলা সাহিত্যের মধ্যযুগের ইতিহাস
গ. বাংলা সাহিত্যের আধুনিক ইতিহাস
ঘ. বাংলা সাহিত্যের মুসলমানদের ইতিহাস
১০। প্রত্নসম্পদ বলতে নিচের কোনটিকে নির্দেশ করছে?
i. প্রাচীন আমলের মুদ্রা
ii. পুরনো মূল্যবান আসবাবপত্র
iii. পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১১। সিপাহি বিদ্রোহের মাধ্যমে নিচের যে বিষয়টি ফুটে উঠেছে—
i. ইংরেজদের অন্যায় অত্যাচার
ii. ইংরেজদের কল্যাণ বিরোধিতা
iii. ইংরেজদের শাসন-শোষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১২। আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
ক. নবাব আহসান উল্লাহ খ. নবাব আলী
গ. নবাব সলিমুল্লাহ ঘ. নবাব আব্দুল গনি
১৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায়—
i. বেতার ও টেলিভিশন
ii. চলচ্চিত্র ও টেলিভিশন
iii. ইন্টারনেট ও ফোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৪। সংগঠনভুক্ত অন্যদের সঙ্গে মিশে শিশুর বুদ্ধিবৃত্তি ও সুকুমার বৃত্তি জেগে ওঠে। এ বোধ তাকে কী শেখায়—
ক. সহনশীলতা খ. সহানুভূতি
গ. নমনীয়তা ঘ. সৃজনশীলতা
১৫। ছবি বিনিময় করা যায় কিসের মাধ্যমে?
ক. ই-কমার্স খ. এসএমএস
গ. ফেসবুক ঘ. ভিডিও চ্যাট
১৬। নারী উন্নয়নের লক্ষ্যে সরকারি কার্যক্রম হচ্ছে—
i. নারীর অধিকার বৃদ্ধি করা
ii. নারীনীতি বাস্তবায়ন করা
iii. নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭। দুস্থ নারী ও শিশুদের জন্য সমাজের মানুষের দায়িত্ব হতে পারে যা—
i. বর্ণবৈষম্যহীন আচরণ করা
ii. সাধ্যমতো সাহায্য করা
iii. পুনর্বাসনের জন্য যথাসাধ্য চেষ্টা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৮। বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের গতিধারা বোঝা যাবে—
i. জিডিপিতে বৃদ্ধি বা কমা দেখে
ii. জিএনপির বৃদ্ধি বা কমা দেখে
iii. জিএনআইর বৃদ্ধি বা কমা দেখে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯। ধর্মনিরপেক্ষতা সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম ভিত্তি। এর যথার্থ কারণ হলো—
i. ধর্মীয় অনুষ্ঠান পালনে স্বাধীনতা
ii. বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান
iii. সবাই একই ধর্মগ্রন্থ পাঠ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। ‘সরকার রাষ্ট্রের মূল চালিকাশক্তি।’ কথাটির যথার্থ কারণ হলো—
i. সরকার রাষ্ট্র পরিচালনা করে
ii. সংবিধান প্রণয়ন ও সংশোধন করে
iii. রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২১। সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
ক. ১৫২টি খ. ১৫৩টি
গ. ১৫৪টি ঘ. ১৫৫টি
২২। দুর্যোগের আগে নদীতীরবর্তী এলাকায় কোথায় বসতভিটা গড়তে হবে?
ক. বেড়িবাঁধের ওপরে
খ. বেড়িবাঁধের বাইরে গ. নদীতীরের উঁচু এলাকায়
ঘ. নৌকায়
২৩। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় কত নম্বর সতর্ক সংকেত পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই?
ক. ১ নম্বর খ. ২ নম্বর
গ. ৩ নম্বর ঘ. ৪ নম্বর
২৪। দুর্যোগে কেউ মারা গেলে লাশ কী করতে হবে?
ক. দ্রুত সমাহিত করার ব্যবস্থা করতে হবে
খ. পানিতে ভাসিয়ে দিতে হবে
গ. নদীতে ভেলায় ভাসিয়ে দিতে হবে
ঘ. লাশ থেকে দূরে থাকতে হবে
২৫। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কোন বিষয়কে গুরুত্ব দেওয়া প্রয়োজন?
ক. বাল্যবিবাহ নিরোধ ও সচেতনতা সৃষ্টি
খ. সচেতনতা সৃষ্টি ও শিশুর মৃত্যু হ্রাস
গ. বাল্যবিবাহ নিরোধ ও মা-শিশুর স্বাস্থ্যসেবা
ঘ. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ
২৬। জনসংখ্যা সমস্যা মনে না করে এর সমাধানে কী করা উচিত?
ক. জনসংখ্যার পুনর্বাসনের ব্যবস্থা করা
খ. খাদ্য উত্পাদন বৃদ্ধি করা
গ. অধিক সংখ্যক লোককে বিদেশে প্রেরণ করা
ঘ. জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা
২৭। জনসংখ্যা নীতির কাঙ্ক্ষিত লক্ষ্য হলো বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকের—
i. জীবনমান উন্নয়ন
ii. জীবনমানের উত্কর্ষ সাধন
iii. প্রজনন স্বাস্থ্যসেবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮। কিশোর অপরাধপ্রবণতা প্রতিরোধে পরিবার ও পিতা-মাতার ভূমিকা হিসেবে তুমি সমর্থন করবে—
i. সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি
ii. তাদের চলাফেরার ওপর নজর রাখা
iii.সন্তানদের সঙ্গে সহজ-স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯। ১২ বছরের সাজেদা স্কুল ছাড়া দিনের বেশির ভাগ সময় একাকী কাটায়। চিত্তবিনোদনের অভাবে সাজেদার মধ্যে দেখা দিতে পারে—
i. মানসিক অস্থিরতা
ii. অপরাধপ্রবণতা
iii. সামাজিক অসুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০। ধর্মীয় ও নেতিক শিক্ষা ছাড়া অন্য যে উপায়ে মাদক প্রতিরোধ করা যায়—
i. মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলে
ii. সামাজিক আন্দোলন গড়ে তুলে
iii. কুরুচিপূর্ণ প্রচার বন্ধ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১। মারমারা সাংগ্রাই উৎসব উদ্যাপন করে—
i. পুরনো বর্ষকে বিদায় উপলক্ষে
ii. বর্ষবরণ উপলক্ষে
iii. বসন্ত উৎসব উদ্যাপন উপলক্ষে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩২। ‘রাখাইন’ শব্দের অর্থ কী?
ক. উদ্যমী জাতি
খ. প্রগতিশীল জাতি
গ. আদর্শ জাতি ঘ. রক্ষণশীল জাতি
৩৩। হাজং নৃগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?
ক. চট্টগ্রাম খ. খাগড়াছড়ি গ. সিলেট ঘ. ময়মনসিংহ
৩৪। বাংলাদেশের প্রথম সার কারখানা কোথায় অবস্থিত?
ক. আশুগঞ্জে খ. ফেঞ্চুগঞ্জে
গ. পীরগঞ্জে ঘ. ঘোড়াশালে
৩৫। দেশের তাপমাত্রা বেড়ে গেছে কেন?
ক. গাছপালা কমে যাওয়ায় খ. গাছপালা বেশি হওয়ায়
গ. প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় ঘ. বেশি বৃষ্টিপাত না হওয়ায়
৩৬। অর্থনৈতিক কাজ হলো—
i. খাদ্য উত্পাদন
ii. বাড়িঘর নির্মাণ
iii. বস্ত্র তৈরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৭। ‘ওয়ারশ’ নামের সামরিক জোটটি তত্কালীন কোন দেশের নেতৃত্বে গঠিত হয়?
ক. উত্তর কোরিয়া
খ. সোভিয়েত ইউনিয়ন
গ. চীন
ঘ. মিসর
৩৮। OIC-এর নাম ইসলামী সম্মেলন সংস্থার পরিবর্তে ইসলামী সহযোগিতা সংস্থা রাখা হয়েছে। এর কারণ, এটি মুসলিম বিশ্বের—
i. সমস্যা নিরূপণ করে
ii. সমস্যা সমাধান করে
iii. বন্ধুত্ব নিশ্চিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৯। ইউনেসকোর কার্যক্রমের ফলে বাংলাদেশের—
i. বিজ্ঞান শিক্ষার উন্নয়ন হয়
ii. একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি
পায়
iii. প্রাকৃতিক ঐতিহ্যের সংরক্ষণ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৪০। সরকার প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে কেন?
ক. ধর্মের প্রসারের জন্য খ. জনগণের নৈতিক চরিত্র গঠনের জন্য
গ. নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্য ঘ. সামাজিক বৈষম্য দূর করার
জন্য
উত্তরগুলো মিলিয়ে নাও
১.খ ২. ক ৩. খ ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. ঘ ২৫. ক ২৬. ঘ ২৭. ক ২৮. গ ২৯. ক ৩০. ক ৩১. ক ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. ক ৩৬. ঘ ৩৭. খ ৩৮. গ ৩৯. ঘ ৪০. গ
শামীমা ইয়াসমিন, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা
উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
করিম চুঁচুড়ায় ফরাসি বণিকদের নিয়ন্ত্রিত এক কারখানায় কাজ করত। প্রথমে করিমের সংসার কোনো রকমে কষ্টের মধ্য দিয়ে চললেও শায়েস্তা খানের আমলে সে ন্যূনতম ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলে। এর কারণ শায়েস্তা খানের কর্মচারীদের শোষণ ও অর্থলিপ্সা।
১। উদ্দীপকে বাণিজ্যিক দল কোথা থেকে এ দেশে এসেছিল?
ক. আফ্রিকা খ. ইউরোপ
গ. ওশেনিয়া ঘ. আমেরিকা
২। উদ্দীপকে শায়েস্তা খানের অর্থলিপ্সার কথা বলা হয়েছে। তাঁর দৈনিক আয় নিচের কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. দুই লাখ টাকা খ. আড়াই লাখ টাকা
গ. তিন লাখ টাকা
ঘ. চার লাখ টাকা
৩। মুসলিম লীগ দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তির ফর্মুলা প্রদান করে—
ক. ১৯৩৯ সালে খ. ১৯৪০ সালে
গ. ১৯৪২ সালে ঘ. ১৯৫৭ সালে
৪। মুক্তিযুদ্ধকালীন গঠিত উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন—
i. মওলানা ভাসানী ও মণি সিংহ
ii. শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমেদ
iii. মোজাফফর আহমেদ ও মনোরঞ্জন ধর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫। মুক্তিযুদ্ধের সময় ৫ নম্বর সেক্টর অবস্থিত—
i. সিলেট জেলার পশ্চিম অঞ্চল
ii. বরিশাল ও পটুয়াখালী জেলা
iii. ডাইকি সড়ক থেকে সুনামগঞ্জ-ময়মনসিংহ সড়ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬। রাজাকারদের দেশবিরোধী বলার কারণ—
i. পাক সেনাদের সঙ্গে একাত্মতা
ii. হত্যা, লুট, অগ্নিকাণ্ড ও নারী নির্যাতন
iii. মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী বাঙালিদের হত্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৭। ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা ভাষায় অবদানের জন্য যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়—
i. বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেছেন
ii. ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনা করেছেন
iii. আঞ্চলিক ভাষার অভিধান সংকলন করেছেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৮। প্রাচীন বাংলার পুণ্ড্রনগরী বর্তমানে কোনটি নির্দেশ করে?
ক. পশ্চিমবঙ্গ
খ. দক্ষিণবঙ্গ
গ. উত্তরবঙ্গ ঘ. পূর্ববঙ্গ
৯। চর্যাপদ বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হওয়ার যৌক্তিকতা কী?
ক. বাংলা সাহিত্যের প্রাচীন ইতিহাস
খ. বাংলা সাহিত্যের মধ্যযুগের ইতিহাস
গ. বাংলা সাহিত্যের আধুনিক ইতিহাস
ঘ. বাংলা সাহিত্যের মুসলমানদের ইতিহাস
১০। প্রত্নসম্পদ বলতে নিচের কোনটিকে নির্দেশ করছে?
i. প্রাচীন আমলের মুদ্রা
ii. পুরনো মূল্যবান আসবাবপত্র
iii. পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১১। সিপাহি বিদ্রোহের মাধ্যমে নিচের যে বিষয়টি ফুটে উঠেছে—
i. ইংরেজদের অন্যায় অত্যাচার
ii. ইংরেজদের কল্যাণ বিরোধিতা
iii. ইংরেজদের শাসন-শোষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১২। আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
ক. নবাব আহসান উল্লাহ খ. নবাব আলী
গ. নবাব সলিমুল্লাহ ঘ. নবাব আব্দুল গনি
১৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায়—
i. বেতার ও টেলিভিশন
ii. চলচ্চিত্র ও টেলিভিশন
iii. ইন্টারনেট ও ফোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৪। সংগঠনভুক্ত অন্যদের সঙ্গে মিশে শিশুর বুদ্ধিবৃত্তি ও সুকুমার বৃত্তি জেগে ওঠে। এ বোধ তাকে কী শেখায়—
ক. সহনশীলতা খ. সহানুভূতি
গ. নমনীয়তা ঘ. সৃজনশীলতা
১৫। ছবি বিনিময় করা যায় কিসের মাধ্যমে?
ক. ই-কমার্স খ. এসএমএস
গ. ফেসবুক ঘ. ভিডিও চ্যাট
১৬। নারী উন্নয়নের লক্ষ্যে সরকারি কার্যক্রম হচ্ছে—
i. নারীর অধিকার বৃদ্ধি করা
ii. নারীনীতি বাস্তবায়ন করা
iii. নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭। দুস্থ নারী ও শিশুদের জন্য সমাজের মানুষের দায়িত্ব হতে পারে যা—
i. বর্ণবৈষম্যহীন আচরণ করা
ii. সাধ্যমতো সাহায্য করা
iii. পুনর্বাসনের জন্য যথাসাধ্য চেষ্টা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৮। বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের গতিধারা বোঝা যাবে—
i. জিডিপিতে বৃদ্ধি বা কমা দেখে
ii. জিএনপির বৃদ্ধি বা কমা দেখে
iii. জিএনআইর বৃদ্ধি বা কমা দেখে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯। ধর্মনিরপেক্ষতা সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম ভিত্তি। এর যথার্থ কারণ হলো—
i. ধর্মীয় অনুষ্ঠান পালনে স্বাধীনতা
ii. বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান
iii. সবাই একই ধর্মগ্রন্থ পাঠ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। ‘সরকার রাষ্ট্রের মূল চালিকাশক্তি।’ কথাটির যথার্থ কারণ হলো—
i. সরকার রাষ্ট্র পরিচালনা করে
ii. সংবিধান প্রণয়ন ও সংশোধন করে
iii. রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২১। সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
ক. ১৫২টি খ. ১৫৩টি
গ. ১৫৪টি ঘ. ১৫৫টি
২২। দুর্যোগের আগে নদীতীরবর্তী এলাকায় কোথায় বসতভিটা গড়তে হবে?
ক. বেড়িবাঁধের ওপরে
খ. বেড়িবাঁধের বাইরে গ. নদীতীরের উঁচু এলাকায়
ঘ. নৌকায়
২৩। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় কত নম্বর সতর্ক সংকেত পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই?
ক. ১ নম্বর খ. ২ নম্বর
গ. ৩ নম্বর ঘ. ৪ নম্বর
২৪। দুর্যোগে কেউ মারা গেলে লাশ কী করতে হবে?
ক. দ্রুত সমাহিত করার ব্যবস্থা করতে হবে
খ. পানিতে ভাসিয়ে দিতে হবে
গ. নদীতে ভেলায় ভাসিয়ে দিতে হবে
ঘ. লাশ থেকে দূরে থাকতে হবে
২৫। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কোন বিষয়কে গুরুত্ব দেওয়া প্রয়োজন?
ক. বাল্যবিবাহ নিরোধ ও সচেতনতা সৃষ্টি
খ. সচেতনতা সৃষ্টি ও শিশুর মৃত্যু হ্রাস
গ. বাল্যবিবাহ নিরোধ ও মা-শিশুর স্বাস্থ্যসেবা
ঘ. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ
২৬। জনসংখ্যা সমস্যা মনে না করে এর সমাধানে কী করা উচিত?
ক. জনসংখ্যার পুনর্বাসনের ব্যবস্থা করা
খ. খাদ্য উত্পাদন বৃদ্ধি করা
গ. অধিক সংখ্যক লোককে বিদেশে প্রেরণ করা
ঘ. জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা
২৭। জনসংখ্যা নীতির কাঙ্ক্ষিত লক্ষ্য হলো বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকের—
i. জীবনমান উন্নয়ন
ii. জীবনমানের উত্কর্ষ সাধন
iii. প্রজনন স্বাস্থ্যসেবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮। কিশোর অপরাধপ্রবণতা প্রতিরোধে পরিবার ও পিতা-মাতার ভূমিকা হিসেবে তুমি সমর্থন করবে—
i. সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি
ii. তাদের চলাফেরার ওপর নজর রাখা
iii.সন্তানদের সঙ্গে সহজ-স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯। ১২ বছরের সাজেদা স্কুল ছাড়া দিনের বেশির ভাগ সময় একাকী কাটায়। চিত্তবিনোদনের অভাবে সাজেদার মধ্যে দেখা দিতে পারে—
i. মানসিক অস্থিরতা
ii. অপরাধপ্রবণতা
iii. সামাজিক অসুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০। ধর্মীয় ও নেতিক শিক্ষা ছাড়া অন্য যে উপায়ে মাদক প্রতিরোধ করা যায়—
i. মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলে
ii. সামাজিক আন্দোলন গড়ে তুলে
iii. কুরুচিপূর্ণ প্রচার বন্ধ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১। মারমারা সাংগ্রাই উৎসব উদ্যাপন করে—
i. পুরনো বর্ষকে বিদায় উপলক্ষে
ii. বর্ষবরণ উপলক্ষে
iii. বসন্ত উৎসব উদ্যাপন উপলক্ষে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩২। ‘রাখাইন’ শব্দের অর্থ কী?
ক. উদ্যমী জাতি
খ. প্রগতিশীল জাতি
গ. আদর্শ জাতি ঘ. রক্ষণশীল জাতি
৩৩। হাজং নৃগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?
ক. চট্টগ্রাম খ. খাগড়াছড়ি গ. সিলেট ঘ. ময়মনসিংহ
৩৪। বাংলাদেশের প্রথম সার কারখানা কোথায় অবস্থিত?
ক. আশুগঞ্জে খ. ফেঞ্চুগঞ্জে
গ. পীরগঞ্জে ঘ. ঘোড়াশালে
৩৫। দেশের তাপমাত্রা বেড়ে গেছে কেন?
ক. গাছপালা কমে যাওয়ায় খ. গাছপালা বেশি হওয়ায়
গ. প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় ঘ. বেশি বৃষ্টিপাত না হওয়ায়
৩৬। অর্থনৈতিক কাজ হলো—
i. খাদ্য উত্পাদন
ii. বাড়িঘর নির্মাণ
iii. বস্ত্র তৈরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৭। ‘ওয়ারশ’ নামের সামরিক জোটটি তত্কালীন কোন দেশের নেতৃত্বে গঠিত হয়?
ক. উত্তর কোরিয়া
খ. সোভিয়েত ইউনিয়ন
গ. চীন
ঘ. মিসর
৩৮। OIC-এর নাম ইসলামী সম্মেলন সংস্থার পরিবর্তে ইসলামী সহযোগিতা সংস্থা রাখা হয়েছে। এর কারণ, এটি মুসলিম বিশ্বের—
i. সমস্যা নিরূপণ করে
ii. সমস্যা সমাধান করে
iii. বন্ধুত্ব নিশ্চিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৯। ইউনেসকোর কার্যক্রমের ফলে বাংলাদেশের—
i. বিজ্ঞান শিক্ষার উন্নয়ন হয়
ii. একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি
পায়
iii. প্রাকৃতিক ঐতিহ্যের সংরক্ষণ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৪০। সরকার প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে কেন?
ক. ধর্মের প্রসারের জন্য খ. জনগণের নৈতিক চরিত্র গঠনের জন্য
গ. নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্য ঘ. সামাজিক বৈষম্য দূর করার
জন্য
উত্তরগুলো মিলিয়ে নাও
১.খ ২. ক ৩. খ ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. ঘ ২৫. ক ২৬. ঘ ২৭. ক ২৮. গ ২৯. ক ৩০. ক ৩১. ক ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. ক ৩৬. ঘ ৩৭. খ ৩৮. গ ৩৯. ঘ ৪০. গ
EmoticonEmoticon