গদ্য ঃ কতকাল ধরে

গদ্য : কতকাল ধরে
—আনিসুজ্জামান
১।    প্রাচীনকালে বাঙালির প্রিয় মাছ ছিল—
     ক. রুই     খ. কাতল
     গ. পাবদা    ঘ. ইলিশ
২।    বেশির ভাগ লোকজনের কাঁচা বাড়িতে বসবাসের কারণ কী ছিল?
     ক. অর্থের অভাব    
     খ. গৃহসরঞ্জামের অভাব
     গ. রুচিবোধের অভাব  ঘ. অন্যের অনুকরণ
৩।    সাধারণ লোক জুতা পরত না। কারণ তা তাদের—
     ক. ক্রয়ক্ষমতার মধ্যে ছিল না  
     খ. অপছন্দ ছিল
     গ. কাজে বোঝা মনে হতো    
     ঘ. ব্যবহারে রাষ্ট্রের নিষেধ ছিল
     নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
     দেওয়ান সুজা একজন রাজা ছিলেন। তাঁর রাজ্য তিনটি পরগনায় বিভক্ত ছিল। প্রতিটি পরগনার শাসনভার তাঁর অনুগত একজন নায়েবের ওপর ন্যস্ত ছিল। তিনি পশ্চিম ভারতীয় পোশাক পরতে ও মোগলাই খাবার খেতে বেশি পছন্দ করতেন।
৪।    দেওয়ান সুজার রাজ্যে নায়েবদের পরিচয় কী?
     ক. জমিদার   খ. সামন্ত
     গ. ভূস্বামী    ঘ. সুবেদার
৫।    দেওয়ান সুজার স্বভাবের মধ্যে ফুটে উঠেছে—
     i.  আধুনিকতা      
     ii. অনুকরণপ্রিয়তা
            iii. প্রাচীন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীলতা
     নিচের কোনটি সঠিক?
     ক. i          খ. ii   
     গ. iii          ঘ. ii ও iii
৬।    আনিসুজ্জামানের জন্ম কত সালে?
     ক. ১৯৩২    খ. ১৯৩৫   
     গ. ১৯৩৭    ঘ. ১৯৪০
৭।    বাংলাদেশের ইতিহাস কত বছরের?
     ক. এক হাজার বছরের  খ. দুই হাজার বছরের
     গ. আড়াই হাজার বছরের ঘ. তিন হাজার বছরের
৮।    কত বছর আগে এ দেশে রাজা এলেন?
     ক. ১০-১৫ শত বছর  খ. ২৩-২৪ শত বছর
     গ. ৩০-৩২ শত বছর  ঘ. ৪০-৪২ শত বছর
৯।    নিয়মকানুন দেখা দিল—
     ক. রাজা এলে       খ. ৩০-৪০ বছর আগে
     গ. মন্ত্রীদের নির্দেশে   ঘ. সামন্তদের স্বার্থে
১০।   হাজার বছর আগে সব পুরুষরাই পরত—
     ক. লুঙ্গি     খ. পাজামা
     গ. প্যান্ট    ঘ. ধুতি
১১।   প্রাচীন বাঙালি পুরুষরা কেমন চুল রাখত?
     ক. ছোট     খ. বাবরি   
     গ. খুব লম্বা   ঘ. মাঝারি
১২।   প্রাচীনকালে কোন খাবারটি খেত না?
     ক. ইলিশ    খ. শুঁটকি   
     গ. ছাগমাংস  ঘ. ডাল
১৩।   বিয়েবাড়িতে বা উৎসবে দেওয়া হতো—
     ক. ছাগমাংস        খ. গরুর মাংস
     গ. হরিণের মাংস      
     ঘ. শূকরের মাংস
১৪।   সেকালে সমাজের নীচুস্তরের মানুষ খেত—
     ক. পাখির মাংস      খ. শুঁটকি   
     গ. ডাল     ঘ. শামুক
১৫।   লোকে সেকালে রান্নাবান্না করত—
     ক. মাটির পাত্রে
     খ. কাঁসার পাত্রে
     গ. তামার পাত্রে
     ঘ. অ্যালুমিনিয়ামের পাত্রে
১৬।   ‘কতকাল ধরে’ রচনায় বাঙালির প্রভেদ দেখা যায় মূলত—
     ক. ধর্মীয় কারণে    
     খ. অর্থনৈতিক কারণে
     গ. বর্ণের কারণে    
     ঘ. বংশগৌরবের কারণে
১৭।   ‘কতকাল ধরে’ রচনাটি পড়ে শিক্ষার্থীরা—
            i. দেশ ও জাতির ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানবে  
            ii. দরিদ্রদের প্রতি সহমর্মী হবে
     iii. রাজরাজড়া ও উচ্চবিত্তের প্রতি বিদ্রোহী হবে
     নিচের কোনটি সঠিক?
     ক. i       
     খ. i ও iii   
     গ. ii ও iii        ঘ. i, ii ও iii
১৮।   সেকালের মেয়েরা ভালোবাসত—
            i.  দাবা খেলতে
     ii. সাঁতার দিতে
     iii. বাগান করতে
     নিচের কোনটি সঠিক?
     ক. i      
     খ. i ও ii        
     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

উত্তরগুলো মিলিয়ে নাও
১. ঘ ২. ক ৩. ঘ ৪. খ ৫. গ
৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. ঘ
১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. গ

Share this

Related Posts

Previous
Next Post »