Posts

১।    কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্ত?      ক. যায় যায়   খ. কে কে    গ. উঁচায় নিচায় ঘ. ঢং ঢং ২।    নিম্নরেখ পদটিতে কোন পদের দ্বিরুক্তি ঘটেছে?      তার দুঃখ দেখে সবাই হায় হায় করে উঠল।      ক. ক্রিয়া পদের           খ. বিশেষ্য পদের      গ. অব্যয় পদের           ঘ. সর্বনাম পদের ৩।    আমার কথা ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে? এখানে কী অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয়েছে?      ক. ক্রিয়া বিশেষণ খ. ক্রিয়া       গ. ঘটমানতা ঘ. সামান্যতা ৪।    অনুভূতিজাত ধণাত্মক দ্বিরুক্তি শব্দ কোনটি?      ক. ঝিমঝিম        খ. টুপটাপ        গ. মিউমিউ        ঘ. সাঁ সাঁ ৫।    ঝিরঝির করে বাতাস বইছে— এখানে দ্বিরুক্তি শব্দটি কোন অর্থ প্রকাশ করছে?      ক. ভাবের গভীরতা         খ. সামান্যতা      গ. পৌনঃপুনিকতা               ঘ. ধ্বনি ব্যঞ্জনা ৬।    ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’—এ বাক্যে ‘টাপুর টুপুর’ কোন পদ?      ক. বিশেষ্য        খ. অব্যয়               গ. ক্রিয়া               ঘ. সর্বনাম ৭।    কোনটি যুগ্মরীতির দ্বিরুক্ত?      ক. গরম গরম      খ. ঝমঝম        গ. মিটিরমিটির      ঘ. টুপটাপ ৮।    কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ?      ক. জন্ম-মৃত্যু       খ. বন-জঙ্গল      গ. হাতাহাতি       ঘ. ডাল-ভাত ৯।    শব্দের অন্তঃস্বরের পরিবর্তন করে দ্বিরুক্তি গঠিত হয়েছে কোন শব্দে?      ক. মারামারি/সরাসরি      খ. মিটমাট        গ. ডরভয়              ঘ. জারিজুরি ১০।   শব্দের অন্তঃস্বরের পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কোনটি?      ক. নিশপিশ        খ. জেদাজেদি      গ. জারিজুরি      ঘ. চুপচাপ ১১।   দ্বিরুক্ত গঠনের সময় আদিস্বরের পরিবর্তন হয়েছে কোনটিতে?      ক. মারামারি       খ. ছটফট         গ. চুপচাপ        ঘ. চালচলন ১২।   ‘ডাল-ভাত’ কোন অর্থে দ্বিরুক্ত?      ক. সমার্থক        খ. মিলনার্থক       গ. বিপরীতার্থক      ঘ. ভিন্নার্থক ১৩।   দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে?      ক. ছটফট         খ. ফিটফাট        গ. সরাসরি        ঘ. খটাখট ১৪।   বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে বলা হয়—      ক. ধণাত্মক দ্বিরুক্ত         খ. অনুকার দ্বিরুক্ত      গ. পদাত্মক দ্বিরুক্ত         ঘ. বাক্যের দ্বিরুক্ত ১৫।   কোনটি পদাত্মক দ্বিরুক্তর উদাহরণ?      ক. দিন দিন        খ. রোজ রোজ      গ. হাতে হাতে      ঘ. শুনশান ১৬।   ‘ডেকে ডেকে হয়রান হয়েছি’ —কোন পদের দ্বিরুক্তি?      ক. অব্যয়         খ. সর্বনাম        গ. বিশেষণ             ঘ. ক্রিয়া ১৭।   কোনটি বিশেষ্য পদের দ্বিরুক্ত?      ক. হেসে হেসে           খ. কাকে কাকে      গ. ভাইয়ে ভাইয়ে               ঘ. ভালোয় ভালোয় ১৮।   কোনটি সর্বনাম পদের দ্বিরুক্তি?      ক. কালো কালো চেহারা খ. ভালো ভালো আম      গ. দেখে দেখে যেও        ঘ. কে কে এলো? ১৯।   বিশিষ্টার্থক বাগধারার দ্বিরুক্ত শব্দের ব্যবহার রয়েছে কোন বাক্যে?      ক. ভয়ে গা ছমছম করছে      খ. মেয়েটিকে চোখে চোখে রেখো      গ. ভালো ভালো আম এনো         ঘ. বৃষ্টি পড়ে টাপুর টুপুর ২০।   ছেলেটিকে চোখে চোখে রেখো। এখানে দ্বিরুক্তির অর্থ কী?      ক. সতর্কতা      খ. আধিক্য      গ. ভাবের গভীরতা      ঘ. আগ্রহ ২১।   ভাবের প্রগাঢ়তা বোঝাতে কোন বাক্যে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে?      ক. নামিল নভে ছলছল বেদনায়      খ. কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ      গ. ভুলগুলো তুই আনরে বাছা বাছা      ঘ. ফুলগুলো তুই আনরে বাছা বাছা   ২২।   ‘লোকটা হাড়ে হাড়ে শয়তান’—কী অর্থে বাক্যটিতে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে?      ক. ভাবের প্রগাঢ়তা         খ. আধিক্য        গ. কালের বিস্তার               ঘ. সতর্কতা ২৩।   কোন দ্বিরুক্তটিতে আধিক্য বোঝায়?      ক. ছেলেটিকে চোখে চোখে রেখো খ. থেকে থেকে শিশুটি কাঁদছে      গ. লোকটি হাড়ে হাড়ে শিক্ষা পেয়েছে         ঘ. কোনোটিই নয় ২৪।   কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট রূপকে কী বলে?      ক. পদাত্মক শব্দ                খ. শব্দাত্মক পদ      গ. ধণাত্মক শব্দ      ঘ. কল্পনাত্মক শব্দ ২৫।   কোনটি বস্তুর ধ্বনির অনুকার?      ক. ঠা ঠা          খ. ট্যা ট্যা         গ. হু হু          ঘ. হি হি ২৬।   ধুক ধুক কোন অর্থে দ্বিরুক্তি?      ক. সমার্থক দ্বিরুক্তি         খ. পৌনঃপুনিকতা অর্থে      গ. অনুভূতি প্রকাশে         ঘ. অনুরূপ কিছু বোঝাতে ২৭।   কোন দ্বিরুক্তটি ধণাত্মক?      ক. শন্ শন্/মিউ মিউ        খ. শীত শীত      গ. পড়ো পড়ো           ঘ. হাতে নাতে ২৮।   কোনটি ধণাত্মক দ্বিরুক্তি শব্দ?      ক. ঝিকিমিকি       খ. মারামারি       গ. ছটফট         ঘ. চালচলন ২৯।   কোনগুলো ধণাত্মক দ্বিরুক্তি শব্দ?      ক. হাটে হাটে       খ. টপাটপ        গ. উড়ু উড়ু         ঘ. বারবার ৩০।   ‘আনি প্রত্যয়যোগেও—দ্বিরুক্তি গঠিত হয়’ শূন্যস্থানে কোনটি বসবে?      ক. বিশেষ্যের       খ. বিশেষণের       গ. ক্রিয়ার         ঘ. ক্রিয়া বিশেষণের ৩১।   ‘চিকচিক করে বালি কোথা নাই কাদা’—এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?      ক. বিশেষ্যের বিশেষণ       খ. অব্যয়ের বিশেষণ      গ. বিশেষণের বিশেষণ      ঘ. ক্রিয়া বিশেষণ ৩২।   বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে—এ বাক্যের দ্বিরুক্তি শব্দ কোন পদ হিসেবে ব্যবহৃত হয়েছে?      ক. বিশেষ্য        খ. বিশেষণ        গ. ক্রিয়া          ঘ. ক্রিয়া বিশেষণ ৩৩।   ‘কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’—এখানে ধণাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?      ক. বিশেষ্য        খ. বিশেষণ        গ. ক্রিয়া          ঘ. ক্রিয়া বিশেষণ উত্তরগুলো মিলিয়ে নাও ১. ঘ ২. গ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. ঘ ১৯. খ ২০. ক ২১. গ ২২. খ ২৩. গ ২৪. গ ২৫. গ ২৬. গ ২৭. ক ২৮. ক ২৯. খ ৩০. ক ৩১. ঘ ৩২. ক ৩৩. গ 
Labels :

Post a Comment