Posts


জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা
বাংলা প্রথমপত্র
অনুধাবনমূলক
 
গদ্য : শিল্পকলার নানা দিক (প্রবন্ধ)
 
প্রশ্ন-১। ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’ — গানটির কথাগুলোর মাধ্যমে যে সত্য প্রকাশ পেয়েছ তা ব্যাখ্যা করো।
উত্তর: মুস্তাফা মনোয়ারের মতে, ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’ রবীন্দ্র সংগীতটির কথাগুলোতে শিল্পকলার মূল সত্যটি প্রকাশ পেয়েছে। লেখকের মতে, সব মানুষই জীবনের সকল আনন্দকে পাবার জন্যে চেষ্টা করে। আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ। আনন্দকে মানুষ রূপ, রস, শব্দ, স্পর্শ ও গন্ধের সকল ইন্দ্রিয়ের সাহায্যে বুঝতে চায়। এ আনন্দ ছড়িয়ে আছে সমস্ত ভুবন জুড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর উক্ত গানের মধ্য দিয়ে এই সত্যটিকেই প্রকাশ করেছেন।
প্রশ্ন-২। শিল্পকলার যে নিয়মটির কারণে এর সৌন্দর্য তা ব্যাখ্যা করো।
উত্তর: সকল শিল্পকলার রূপ, ছন্দ, সুর, রং ও গড়নের অর্থাত্ সবকিছুকে সাজাবার যে সুবিন্যস্ত নিয়ম আছে সেটি হলো নন্দনতত্ত্ব। নন্দনতত্ত্ব হলো সুন্দরকে জানার জ্ঞান। সব সুন্দরের সৃষ্টির মধ্যেই একটা রূপ আছে। তার নাম স্বাধীনতা। অর্থাত্ যা খুশি তাই করা। যে কাজ সকলকে আনন্দ দেয়, খুশি করে, তাই সুন্দর। শিল্পকলার এই নিয়মটি লুকিয়ে থাকে। নিজেকে প্রকাশ করে না। শিল্পকলার এই নিয়মটির কারণেই এর সব সৌন্দর্য প্রকাশ পায়।
প্রশ্ন-৩। লেখক কেন বলেছেন, ‘শুধু প্রয়োজন মিটলেই মানুষ খুশি হয় না’?
উত্তর: মানুষের মন বলে, প্রয়োজন মিটলেই হবে না, তাকে সুন্দরও হতে হবে। তাই লেখক উক্ত মন্তব্য করেছেন। আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম জিনিসপত্র প্রয়োজন হয়। কিন্তু প্রয়োজন মিটলেই হয় না, মানুষ চায় সৌন্দর্য। জ্ঞানী মানুষেরা বলেন, সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরে। প্রয়োজনের কাজ মিটল তো শরীরকে তৃপ্ত করল। আর প্রয়োজনের বাইরে যে সুন্দর তা মনকে তৃপ্ত করল। তাই লেখক বলেছেন, ‘শুধু প্রয়োজন মিটলেই মানুষ খুশি হয় না।’
প্রশ্ন-৪। সকল জ্ঞানী মানুষ কেন বলেন, ‘সব সুন্দরই সরাসরি প্রয়োজনেই বাইরে’?
উত্তর: কোনো সুন্দর জিনিস দেখলেই মানুষের ভালো লাগে, জিনিসটির প্রয়োজনের কথা মনেই পড়ে না। লেখকের মতে, শুধু প্রয়োজন মিটলেই মানুষ খুশি হয় না, তাকে সুন্দর হতে হবে। কারণ প্রয়োজনেই কাজ মিটলে তা শরীরকে তৃপ্ত করে আর প্রয়োজনের বাইরে যে সুন্দর তা মনকে তৃপ্ত করে। অর্থাত্ প্রয়োজন আর অপ্রয়োজন মিলেই মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ হয়। তাই সকল জ্ঞানী মানুষই বলেন, ‘সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরে।’
প্রশ্ন-৫। ‘ভাস্কর্য’ বলতে কী বোঝ?
উত্তর: নরম মাটি দিয়ে কোনো কিছুর রূপ দেওয়া বা শক্ত পাথর কেটে কোনো গড়ন বানানো হলে তাকে বলে ‘ভাস্কর্য’। ভাস্কর্য শিল্প শিল্পকলার বিভিন্ন দিকের মধ্যে অন্যতম। বিশেষ এক ধরনের ছাঁচ বানিয়ে তাতে গলিত মেটাল ঢেলে কোনো গড়ন তৈরি করাকে বলা হয় ভাস্কর্য শিল্প। আমাদের দেশে একসময় পোড়ামাটির ভাস্কর্য খুব প্রসিদ্ধ ছিল।
Labels :

Post a Comment