Posts

দশম শ্রেণি : অর্থনীতি

বহু নির্বাচনী প্রশ্ন

তাহেরা খানম, সহকারী শিক্ষক, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সূত্রাপুর, ঢাকা

নিচের উদ্দীপকটি পড়ে ১ নম্বর প্রশ্নের উত্তর দাও :      করিম গণিত বিষয়ের ওপর বেশি সময় দিতে গিয়ে ইংরেজিতে ভালো করতে পারল না। ১।   অর্থনীতির ভাষায় করিমের এ কাজকে কী বলে?      ক. সুযোগ ব্যয়      খ. প্রণোদনা      গ. দেওয়া-নেওয়ার নীতি      ঘ. প্রান্তিক চিন্তা ২।   অর্থনীতিবিদ গ্রেগরি ম্যানকিউ অর্থনীতির কয়টি মৌলিক বিষয় জানার প্রতি গুরুত্ব আরোপ করেছেন?      ক. ৫টি      খ. ৭টি      গ. ৯টি      ঘ. ১০টি      সাদেক পরপর চারটি শিঙ্গাড়া খেল। ৩।   অর্থনীতির ভাষায় সাদেকের চার নম্বর শিঙ্গাড়াকে কী বলা হয়?      ক. প্রান্তিক শিঙ্গাড়া         খ. মধ্য শিঙ্গাড়া      গ. শেষ শিঙ্গাড়া           ঘ. সমাপনী শিঙ্গাড়া ৪।   চার নম্বর শিঙ্গাড়া খেয়ে সাদেক যে তৃপ্তি পেল তাকে কী বলা হয়?      ক. প্রান্তিক চাহিদা          খ. প্রান্তিক তৃপ্তি      গ. প্রান্তিক উপযোগ        ঘ. শেষ উপযোগ ৫।   চার নম্বর শিঙ্গাড়া খেয়ে সাদেক যে অর্থ ব্যয় করল তাকে কী বলা হয়?      ক. অধিক ব্যয়      খ. প্রান্তিক ব্যয়      গ. অপব্যয়        ঘ. মিতব্যয়      সুমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতে পারলে তার বাবা তাকে একটি গাড়ি কিনে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। ৬।   অর্থনীতির ভাষায় সুমির বাবার এ কাজকে কী বলে?      ক. উৎসাহ        খ. প্রণোদনা      গ. আগ্রহ         ঘ. প্রতিশ্রুতি ৭।   প্রণোদনার ফলে      i. কাজে উৎসাহ বাড়ে       ii. উৎপাদন বেশি হয়      iii. ঝুঁকি নিতে উৎসাহী হয়      নিচের কোনটি সঠিক?      ক. i            খ. i ও ii      গ. i, ii ও iii      ঘ. i ও iii ৮।   জাপানের টয়োটা কম্পানি কী ব্যবসা করে?      ক. কম্পিউটার ব্যবসা       খ. কেমিক্যাল ব্যবসা      গ. কোমলপানীয়ের ব্যবসা         ঘ. গাড়ি ব্যবসা ৯।   অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত হয়ে থাকে—      ক. বাজার ব্যবস্থার মাধ্যমে         খ. কৃষি ব্যবস্থার মাধ্যমে      গ. জমি ব্যবস্থার মাধ্যমে          ঘ. উৎপাদন ব্যবস্থার মাধ্যমে ১০। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় কত ছিল?      ক. ৪১ হাজার ৩২৫ মার্কিন ডলার         খ. ৪৫ হাজার ৫২০ মার্কিন ডলার      গ. ৫১ হাজার ৭৪৯ মার্কিন ডলার         ঘ. ৫৫ হাজার ১৩২ মার্কিন ডলার 
Labels :

Post a Comment